চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জঙ্গল সলিমপুরে সচেতন নাগরিক সমাজের মাদকবিরোধী সমাবেশ

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৮ পূর্বাহ্ণ

সচেতন নাগরিক সমাজ জঙ্গল সলিমপুর শাখার মাদক বিরোধী সমাবেশ গত ১২ ফেব্রুয়ারি মোবারকঘোনা মাঠে অনুষ্ঠিত হয়।
জঙ্গল সলিমপুর এলাকাকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করার দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজের সভাপতি মো. ইসমাইল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদার পরিচালনায় সমাবেশে এলাকাকে অপরাধমুক্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, হাজার হাজার শান্তিপ্রিয় মানুষের আবাসস্থল জঙ্গল সলিমপুর অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত আতংকে দিনযাপন করতে হচ্ছে। দীর্ঘদিন জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হলেও আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় সন্ত্রাসীরা উক্ত এলাকাকে তাদের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। সমাবেশে বলা হয়, সন্ত্রাসী মো. রিপন ও কানা সেলিমের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। গত বছর শেরশাহ বাংলাবাজার এলাকায় হকার নেতা রিপন হত্যা মামলার আসামিরা বর্তমানে ওই দুই সন্ত্রাসীর আশ্রয় প্রশ্রয়ে সলিমপুর এলাকায় অবস্থান করছে। সমাবেশ থেকে এই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ, লিয়াকত মিয়া, জসিম উদ্দিন, ইদ্রিস আলম, ইস্কান্দর আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট