চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঘটনাস্থলে ওয়াকফ এস্টেটের তদন্ত দল

রাউজানে পাকা মসজিদ নির্মাণ নিয়ে বিরোধ দুইপক্ষে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৮ পূর্বাহ্ণ

উপজেলার কদলপুরে ফেদু মিয়া গাজীর বাড়ির রায়হানুল মুনীর জামে মসজিদের পুনর্নির্মাণ নিয়ে পক্ষ-বিপক্ষে অভিযোগে দীর্ঘসময় ধরে গড়ে উঠতে পারছে না পাকা ভবন। এতে মসজিদের মুসল্লিরা নানা সমস্যার মাঝেও নিয়মিত নামাজ আদায় করে যাচ্ছে। এ বিষয়ে তদন্তে ঘটনাস্থল পরিদর্শন ও উভয় পক্ষের বক্তব্য শুনেছেন জেলা ওয়াকফ এস্টেট কর্মকর্তারা। এ সময় তদন্তকারী দল স্থানীয় ইউপি সদস্য, সমাজকর্মী ও মসজিদের ইমামের সাক্ষাত নেন। এ বিষয়ে মসজিদের মোতোয়াল্লী আবদুল করিম বলেন, মসজিদ আল্লার ঘর। এতে কেউ বাধা দিলে তা গুনাহ হবে। কিন্তু একটি মাইকবিরোধী মহল এ মসজিদের কাজকে নানাভাবে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। যার কারণে মসজিদটি নির্মাণে আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের বেড়ার এ মসজিদে নামাজ আদায় হচ্ছে। মসজিদটি পাকা করতে গেলে দুইপক্ষের বিরোধে বাধা আসে। যে কারণে এ মসজিদটি আরা পাকা করা যাচ্ছে না। এতে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে এখানে তদন্ত করতে ওয়ার্ক এস্টেটের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্ত করেন। এ বিষয়ে ওয়াকফ এস্টেট চট্টগ্রাম জোন-২’র পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন বলেন, মসজিদটি তালিকাভুক্তি থেকে বাতিলের জন্য একটি পক্ষ আবেদন করলে এর ভিত্তিতে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য শুনেছি। তবে বিস্তারিত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট