চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আনোয়ারায় ইফতার মাহফিলে বক্তারা

চট্টগ্রামের উন্নয়নে ইউসুফ চৌধুরীর ভূমিকা অনন্য

নিজস্ব সংবাদদাতা , আনোয়ারা

২২ মে, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা পূর্বকোণ পাঠক ফোরাম কর্তৃক পূর্বকোণের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মামুনুর রশিদ’র সভাপতিত্বে পূর্বকোণ প্রতিনিধি এম আনোয়ারুল হক’র সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, পূর্বকোণের সার্কুলেশন ম্যানেজার তাপস নন্দী, জিএম জিলানী, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ, পানি সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমদ। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক ডিএম জাহাঙ্গীর আলম, আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুশীল ধর, দক্ষিণ জেলা এলডিপির নেতা হাবিবুর রহমান এ কেএম সরওয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো. সৈয়দ, জাফর ইকবাল তালুকদার, মুজিবুল ইসলাম বাবুল, আইয়ুব আলী,খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী টিপু, উপজেলা মেম্বার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নুর আলী, আনোয়ারা ইঞ্জিনিয়ার ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নেজাম, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি আলী নুর জেমস, সাধারণ সম্পাদক নুরুল আবছার সবুজ, ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম নুরুল ইসলাম, সহ-সভাপতি মোরশেদ হোসেন, নুরুল আবছার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাংবাদিক সুমন শাহ্, মাষ্টার জাহাঙ্গীর আলম, বদরুল হক, সালাহ উদ্দিন, ইমরান, তৌহিদ, এনাম, সি প্লাস প্রতিনিধি সাজ্জাদ হোসেন চৌধুরী, সাদ্দাম হোসেন, এম.আর তাওহীদ, মোঃ সোহেল ও পূর্বকোণ কর্ণফুলী প্রতিনিধি মোরশেদ হোসেন নয়ন প্রমুখ। এছাড়া প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পূর্বকোণ গ্রামীণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তৃণমূল থেকে সংবাদ পরিবেশন করে পাঠকের মন জয় করেছে। পূর্বকোণের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রামের উন্নয়নে পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুফ চৌধুরীর ভূমিকা অনন্য। পূর্বকোণ জনকল্যাণে ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে পূর্বকোণ আরো অধিকতর ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ পূর্বকোণের সফলতা কামনা করে বলেন, পূর্বকোণ অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- প্রকাশে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট