চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

মিরসরাইয়ে সেলাই মেশিন বিতরণ ‘দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই’

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১৮ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বেকার, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের স্বাবলম্বী করতে ৬ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি, ১৬ নং সাহেরখালী ও সীতাকু- উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। হাইতকান্দি ইউনিয়নে অবস্থিত উপকূল সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে গত ১২ ফেব্রুয়ারি এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী। সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কমল ভৌমিক, কমরআলী বাজার উন্নয়ন কমিটির সভাপতি রুহুল আমিন রাজু, কমরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মোমিন, মাহমুদ মাষ্টার, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য আলা উদ্দিন, হারাধন চক্রবর্তী, ইউপি সদস্য সালা উদ্দিন রিয়াদ,্ উপকূল কর্মকর্তা চন্দন পাল ও রেজাউল করিম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট