চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা

সিয়াম সাধনার মাধ্যমেই আত্মশুদ্ধি অর্জন করতে হবে

পূর্বকোণ ডেস্ক

২২ মে, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

বিভিন্নস্থানে মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সিয়াম সাধনার মাধ্যমেই আত্মশুদ্ধি অর্জন করতে হবে।
লায়ন্স ক্লাব : সংগঠন লায়ন ক্লাব অব চিটাগাং বাকলিয়া, সেন্ট্রাল, খুলশী, গ্রিন সিটি, গোল্ডেন সিটি, পেনোরোমা সিটি ও পোর্ট সিটি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে নগরীর লালখান বাজার টাংকির পাহাড় মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আগ্রাবাদস্থ মুহুরী পাড়া এয়ার মোহাম্মদ মহরা কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স জেলা ৩১৫-বি-৪ এর জেলা গভর্নর লায়ন মো. নাসির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গভর্নর লায়ন কামরুল মালেক, ১ম ভাইস জেলা গভর্নর সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস জেলা গভর্নর আল-সাদাত দোভাষ, কেবিনেট ট্রেজারার (ডেজিগনেটেড) আশরাফুল আলম আরজু। এ সময় আরো উপস্থিত ছিলেন লায়ন আলমগীর হোসেন, জাফর উল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মাইনুল হক, ফাতেমা রহমান, ফখরুদ্দিন আহম্মদ, ফজলুর রহমান স্বপন, এ.কে এম সালাউদ্দীন, আব্দুল হান্নান ভূঁইয়া, তারেক কামাল, মোহাম্মদ হোসেন রানা প্রমুখ।
যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ : যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিটের উদ্যোগে গতকাল মাদারবাড়ি রেলওয়ে বস্তির গরিব দুস্থ পরিবারের মাঝে পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন ইউনিটের যুব প্রধান মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক আহমদ ছোবহান। বিশেষ অতিথি ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ-প্রধান তৌহিদুল ইসলাম। কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের যুব উপ-প্রধান-১ হাবিবুর রহমান তুহিন। এতে আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ সদস্য জাহিদুল ইসলাম, সায়িদ ছিদ্দিক মানিক, দীপ্ত ভট্টচার্য, তন্ময় বিশ্বাস, সদস্য শারমিন, সিফাত, নাঈম, সিদরাত, নূর, হাছান প্রমুখ।
দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি: দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত ২০ মে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম.এ মালেকের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি লায়ন এম. সামসুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী, এ.এম. কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সিরাজুল হক আনসারী, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, নুরুল আলম, তারেক কামাল, কফিল উদ্দিন আহমেদ, আবদুস সামাদ খান, ইসকান্দর আলী চৌধুরী, নুরুছ সাফা, হাবিবুর রহমান, মাহফুজুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার খোরশেদ আহমদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ রফিকুল আনোয়ার প্রমুখ।
উত্তর জেলা ছাত্রলীগ : উত্তর জেলা ছাত্রলীগ’র সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সার্বিক সহযোগিতায় নগরীর টাইগারপাস মোড়ের পাশের এলাকার কিছু সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সাথে গত ২১ মে ইফতার করেন উত্তর জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাজীব চন্দ্র দাশ, ডা. কুমার বিশ্বজিত বিশু, অনুপ কুমার দাশ,রবিউল হোসেন পারভেজ, খোরশেদ আলম রুবেল,সোহেল রানা,মহিউদ্দিন মহিন,এডভোকেট নাজমুল রাসেল প্রমুখ।
স্বাধীন সাংস্কৃতিক একাডেমি :মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মরহুম আলী আহম্মদ কবিরাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ২০ মে অনুষ্ঠিত হয়। স্বাধীন সাংস্কৃতিক একাডেমির ব্যবস্থাপনায় ও ডিটিএমএস ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন হাসান বাবু। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ এস. এম আলম। সংগঠনের ভাইস চেয়ারম্যান রাশেদ ইবনে ফরিদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. বেলাল মিয়া। এতে বক্তব্য রাখেন আমজাদ হোসেন, শামসুল আলম, রাশেদ নজরুল চৌধুরী, মজিদ হোসেন, তৌফিকুর রশীদ তুরিন, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম, সোহাগ খান, আহসানুল কবির মুন্না, মাকসুদুর রহমান, শাহাদাত হোসেন রাজীব, কফিল উদ্দিন মিনার, কাউছার ইসলাম প্রমুখ।
বিএমটিএ : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) চট্টগ্রাম জেলা শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১৯ মে নগরীর জিইসি মোড়স্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) চট্টগ্রাম জেলা শাখা ও আলিফ ট্রেড ইন্টারন্যাশানালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোসলেম উদ্দিন। জাহিদ হোসেন ফয়সলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিএমটিএ কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব আশিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মো. আবু সায়েম, বিএমটিএ কেন্দ্রীয় সংসদের সদস্য শাহরিয়ার শাকিল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন। এতে বক্তব্য রাখেন আমিনুল হক, এসএম বশির উদ্দীন, নুরজাহান বেগম, খন রঞ্জন রায়, সুকান্ত চক্রবর্তী, অমিত ঘোষ, উত্তম কুমার দে, মো. হানিফ মজুমদার প্রমুখ।
অপরাজিতা : অনলাইন ভিত্তিক বাগানীদের সংগঠন অপরাজিতার এডমিন প্যানেলের উদ্যোগে গত ১৭ মে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। হালিশহরস্থ আলিশান রেস্টুরেন্টে প্রায় ৪০ জন ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন গ্রুপের ফাউন্ডার এডমিন কলি নাহার, যারিন ওশিন, এস এম সালাহউদ্দীন, এনামুল হক রনি, আবুল কালাম, সাজ্জাদ হোসেন, মো. মহিউদ্দিন, রাজ সোহেল ও মো. রাসেল। সহযোগিতায় ছিলেন দেলোয়ার হোসেন, লুৎফুন নাহার, খুরশিদা হক, নাঈম সোবহান, তানজিলা ইসলাম তানিশা, আইরিন তাহের, অর্পিতা দত্ত প্রমুখ।
মা ও শিশু হাসপাতাল : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বার্ষিক ইফতার মাহফিল গত ২০ মে কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রফেসর (ডা.) এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাসপাতালের মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি ডা. মো. আরিফুল আমীন, ডা. পারভেজ ইকবাল শরীফ, হারুন ইউসুফ, অধ্যক্ষ প্রফেসর (ডা.) এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. মো. আরিফুল আমীন। এসময় আরো উপস্থিত ছিলেন রেখা আলম চৌধুরী, মো. আহছান উল্যাহ, মো. জাহিদুল হাসান, খায়েজ আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ শাহিদ, লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম চৌধুরী, মো. ইফতেখারুল আমীন, ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ।
কক্সবাজার সাইক্লিং ক্লাব : কক্সবাজার সাইক্লিং ক্লাব-৭১’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সিলভার সাইনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান। ক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ক্লাব সভাপতি ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উশু ফাউন্ডেশনের চেয়ারম্যান দিল মোহাম্মদ রোস্তম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কক্সবাজার পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, জেলা সৈনিক লীগ সভাপতি তৈয়ব উল্লাাহ মাতব্বর, সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, মানবাধিকার সংগঠক এস. এম ছৈয়দ উল্লাহ আজাদ ও মীর মোশাররফ হোসেন প্রমুখ।
কোস্ট গার্ড পূর্ব জোন : কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের জোনাল ইফতার মাহফিল-২০১৯ গত মঙ্গলবার চট্টগ্রাম বোট ক্লাব কনভেনশন হল, দক্ষিন পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি । ইফতার মাহফিলে আগত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ। ইফতার মাহফিলে দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সকল স্থাপনা ও সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও উক্ত ইফতার মাহফিলে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন।
সুলতান আহমদ ফাউন্ডেশন : বেসরকারি সংবাদ সংস্থা বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)’র সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদারের পিতা সুলতান আহমদের ইছালে সাওয়াব উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল গত ১৭ মে শুক্রবার উত্তর যশপুর রৌশন ফকির (রহ.) দরগাহ মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন, মরহুমের পুত্র মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান আবু আহম্মদ ভূঁঞা, জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান নুরুল হোসেন খোকা মজুমদার, পরিচালক জাকির হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন চৌধুরী বাদশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির ভূঁঞা, বদরুদ্দোজা ভূঁঞা তারেক, সাংবাদিক মো. শেখ কামাল, মাওলানা আমির হোসেন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা হোসাইন আহাম্মদ ভূঁঞা, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাফেজ আবদুল হক নোমানী, মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা ফারুক আহম্মেদ শামীম প্রমুখ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় : জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জল আকবর চৌধুরী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মমিনুর রশীদ, ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুল করিম রাশেদ, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. উক্য উইন, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মোহাম্মদ তৈয়ব আলী, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীনেশ চন্দ্র শীল, সাবেক ডেপুটি সিভিল সার্জন ডা. অজয় কুমার দে, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, ডা. কৃষ্ণস্বরুপ দত্ত প্রমুখ। ইফতার মাহফিলে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, বিভিন্ন হাসপাতালের মেডিকেল অফিসার ও সিভিল সার্জন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। নগর সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের খানের সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম লুৎফর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর আমির মো. শাহজাহান। এসময় আরো উপস্থিত ছিলেন সদর অঞ্চল সভাপতি মকবুল আহমদ, শ্রমিক নেতা কামাল উদ্দিন আহমদ, রফিকুল আলম, মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।
চন্দনাইশ সুন্নি কল্যাণ পরিষদ : চন্দনাইশ পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে মিলাদুন্নবী (সা.) ও ইফতার মাহফিল বাংলাবাজার চৌধুরী স্কয়ারে অনুষ্ঠিত হয়। মো. সেফায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিপন সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরকল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পূর্ব বরকল বাহাদুর খান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ গাজী ইকবাল তাহেরী, মো. খলিলুর রহমান নেজামী, মাওলানা আবদুল মাবুদ, মনছুরুল আলম, হামিদুল ইসলাম কাজেমী, মো. ইউছুপ, মো. আকতার কামাল, মো. ফরহাদ, মো. টিপু, মো. এখলাছুর রহমান, মো. আজিজুল হক প্রমুখ।
ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাব : লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. জাকির হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাব গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি দ্বিতীয় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন আল-সাদাত দোভাষ সাগর। আরও উপস্থিত ছিলেন, কেবিনেট সেক্রেটারী (ইলেক্ট) লায়ন জি কে লালা। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা, লায়ন ইলিয়াছ করিম, লায়ন আবদুল্লাহ আল কাদের, লায়ন শামীম আরা বেগম, লায়ন মিজানুর রহমান মজুমদার, লায়ন রকিবুল কামাল, লায়ন নাসরিন ইসলাম, লায়ন আবিদুর রহমান, লায়ন নাজনীন আক্তার, লায়ন ফারহানা হক, লায়ন মো. ইমরান চৌধুরী প্রমুখ। পরে দেশ ও দশের জন্য মোনাজাত পরিচালনা করা মৌলানা শহিদুল ইসলাম।
চকবাজার বাচ্চু স্মৃতি সংসদ : সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে গত ১৭ মে শুক্রবার, রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি মুজিব ইমরান বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় কাপাসগোলাস্থ সেভেন নীড়-নিরালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আমিনুল হক রমজু ও চকবাজার থানা আ. লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ কে এম আনিসুজ্জামান। এ সময় আরো বক্তব্য রাখেন- চকবাজার ওয়ার্ড আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চু, কাপাসগোলা ইউনিট আ. লীগের সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম রহমান, চন্দনপুরা ইউনিট আ. লীগের সাধারণ সম্পাদক আবুল মাসুদ, আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম , মো. ইলিয়াস চৌধুরী, সমাজ সেবক আজিজুল হক মনজু,, জামাল আহামেদ, শাহ আলম, দেলোয়ার হোসেন ফরহাদ, শহিদুল ইসলাম মন্ডল, আমিনুল ইসলাম আমিন, লোকমান চৌধুরী রাশু, মো. আবদুল হালিম।সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. লিয়াকত হোসেন ও মোয়াজ্জেম মো. ফরিদ। খলিল শাহ (র) মাজার : চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী হযরত খলিল শাহ (রঃ) মাজারে ইফতার মাহফিল গত ২০ মে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উত্তর পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফিজুর রহমান।মাহফিলে অতিথি ছিলেন নজরুল ইসলাম,শের আহমদ,যুবলীগ নেতা মাহবুবুল আলম বাবুল,মাওলানা ইদ্রিছ বেলালী, মোস্তাক আহমদ,হাফেজ রফিক,মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করেন, দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা আলহাজ মাওলানা মুহাম্মদ মুজহেরুল কাদের ।
টেরীবাজার ব্যবসায়ী সমিতি : টেরীবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল ২০ মে সোমবার নগরীর এস.এ খালেদ রোডস্থ রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দিন। টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের পরিচালনায় ইফতার মাহফিলে মূখ্য আলোচক ছিলেন, মুফতি মাওলানা আহমদুর রহমান নদভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসি (ট্রাফিক উত্তর) হারুন উর রশিদ হাযারী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও সাতকানিয়া সমিতির আহবায়ক অহিদ সিরাজ চৌধূরী স্বপন। উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীসহ ব্যবসায়ী ও পেশাজীবি নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ব্যবসায়ীগণ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট