চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে বক্তারা

পাপমুক্তির আর্জি জানাতে রমজান শ্রেষ্ঠ সময়

মফস্বল ডেস্ক

২২ মে, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, যারা বছরব্যাপী নানা অপকর্মে লিপ্ত থেকে সৃষ্টিকর্তার বিরাগভাজন হওয়ার মতো পাপ করেছেন, তাদের পাপমুক্তির আর্জি জানানোর শ্রেষ্ঠ সময় রমজান।
উত্তর পরুয়াপাড়া আল-হক প্রবাসী ফাউন্ডেশন: নিজস্ব সংবাদদাতা জানান, আনোয়ারা উপজেলাস্থ সংগঠনের উদ্যোগে গত ১৬ মে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। উত্তর পরুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক। নজরুল ইসলাম খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ইছহাক, আবদুস সোবহান, জাহাঙ্গীর আলম, লেয়াকত আলী চৌধুরী, সিরাজুল মোস্তফা, আবুদস সামাদ, আবু সৈয়দ, নুরুল আলম, আবদুল মান্নান, মুসা মুনিরী, ইলিয়াছ প্রমুখ। সভাশেষে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন: সংগঠনের উদ্যোগে হোটেল ওশান প্যারাডাইসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৮ মে। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনটির উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কালাবিবি দিঘীর মোড়স্থ উপজেলা সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক দ্বীল মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ-সভাপতি ছালাউদ্দিন, জাহেদুল ইসলাম ও এরশাদ। সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আকতার হোসেন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ মবিন, শাহ্ জাহান, সোলায়মান, ছাবের প্রমুখ।
কাটিরহাট উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯২: প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ইফতার ও সেহেরিসামগ্রী বিতরণ করা হয়েছে সম্প্রতি। সংগঠনের আহ্বায়ক সালাউদ্দীন খান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীন মানিকের উপস্থাপনায় এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন মো. আবছারুল আজিম, মোজাম্মেল হক, মো. আবুল কাশেম, মো. হাজি কামাল হোসেন, আনোয়ারুল আজিম, মো. ইউছুফ ওসমান হারুন এনটিভির সিনিয়র সাংবাদিক আরিচ আহমদ শাহ প্রমুখ। সভায় আগামী ২৯ রমজান ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদ: পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত শুক্রবার বাংলাবাজার চৌধুরী স্কয়ারে। মো. সেফায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিপন সিকদারের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরকল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পূর্ব বরকল বাহাদুর খান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ গাজী ইকবাল তাহেরী, মো. খলিলুর রহমান নেজামী, মাওলানা আবদুল মাবুদ, মনছুরুল আলম, হামিদুল ইসলাম কাজেমী, মো. ইউছুপ, মো. আকতার কামাল, মো. ফরহাদ, মো. টিপু, মো. এখলাছুর রহমান, মো. আজিজুল হক প্রমুখ।
গাউছিয়া কমিটি পশ্চিম পটিয়া: সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাশেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে শান্তির হাটস্থ গ্রান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুহাম্মদ ছগীর চৌধুরীর। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহবুবুল হক খান। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর, মোজাফ্ফর আহমদ। মাওলানা মুহাম্মদ এয়াকুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ ফারুক আহমদ, মো. আবু জাফর, হারুনুর রশিদ, মোরশেদুল আলম, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল হারুন, আলী আবছার, এসএম নজরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, হামিদুর রহমান, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন চৌধুরী, মো. নুরুদ্দিন, মাওলানা শাহাদাত, মাহমুদুল হাসান নয়ন, শফিউল আজম বাদশা, আবদুর রহিম চৌধুরী প্রমুখ।
গর্জনীয়া ফাজিল মাদ্রাসা জামে মসজিদ: রাউজানের গর্জনীয়া মসজিদে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শাহাজাদা এস এম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ লুৎফর রহমান, মাওলানা আলী ছিদ্দীকি। এ সময় উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম সিকদার, মো. আবু তাহের, হাফেজ আব্দুল অলি, মো. সালাউদ্দিন, সৈয়দ বদরুদ্দৌজা, আব্দুল মাবুদ, মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ।
পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর: মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছেন কাউন্সিলর আবদুল মান্নান। ১৯ মে আবদুল মান্নানের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মৌলানা এনায়েত হোসাইন, নবারুণ শিশু শিক্ষা নিকেতন সভাপতি বিপ্লব চৌধুরী, আবদুল আলিম, আবদুর ছাক্তার, কৃষকলীগ নেতা মোহাম্মদ ইসমাইল, সমাজসেবক আবুল কাসেম ভেট্টা, আলী আকবর, আবদুর রহিম সওদাগর, শাহ আলম প্রমুখ।
গাউসিয়া কমিটি আনোয়ারা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলাস্থ সংগঠনের উদ্যোগে গত ১৭ মে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি হাসানুর রশিদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর চৌধুরী। উপজেলা সাধারণ সম্পাদক আহমদ কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ফজলুল করিম, কাজী মাওলানা জাকের হোসেন আনসারী, বজল আহমদ সওদাগর, মোরশেদুল আলম মুন্সী, হারুনুর রশিদ, বদরুল ইসলাম, কেরামত আলী, শহিদুল হক ফারুকী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
গহিরা আলোকন: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে স্থানীয় অসহায় নারী-পুরুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে গত ১৭ মে। সংগঠনের সভাপতি এহসান উল্লাহ জাহেদীর সভাপতিত্বে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আলমগীর পারভেজ। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা ইফতেখার উদ্দিন দিলু, নাছির উদ্দিন, আনোয়ার জাহেদী, লোকমান, এনামুল হক ইমন, ফোরকান, খোন্দকার মনির প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট