চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চার দফা দাবিতে দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট রবিবার

হয়রানির প্রতিবাদে কাগজ ব্যবসায়ীদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:৪৪ অপরাহ্ণ

ব্যবসায়ীদের অযৌক্তিক হয়রানির প্রতিবাদে দেড়দিন ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ। একই কর্মসূচি পালন করেছে ঢাকার কাগজ ব্যবসায়ীরা। ধর্মঘটকালে চট্টগ্রামের সকল কাগজের দোকান বন্ধ ছিল। বুধবার (১২ জানুয়ারি) দুপরের পর থেকে এবং আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সারাদিন কাগজের দোকানসমূহ বন্ধ রাখা হয়।

চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সভাপতি এহসান এ খান জানান, চট্টগ্রামে তাদের সংগঠনের অধীন ১৮০টি দোকান রয়েছে। সব দোকান দেড় দিন বন্ধ ছিল। র‌্যাব ও বন্ড কমিশনারেটের হয়রানির প্রতিবাদে এই ধর্মঘট পালন করা হচ্ছে।

তিনি বলেন, বন্ডের পণ্য যারা বাজারজাত করছে তারাই অপরাধী। সাধারণ ব্যবসায়ীরাতো এর জন্য দায়ী হতে পারে না। অথচ দেখা যায় কোন দোকানে কয়েক বান্ডিল কাগজ পেলে দোকানির উপর চোটপাট শুরু হয়। বিশেষ করে বন্ড কমিশনারেটের হয়রানি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এই জন্য ধর্মঘট কর্মসুচি পালন করা হচ্ছে। ধর্মঘট অব্যাহত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ঢাকার সাথে আলোচনা করে শনিবার পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট