চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ৯ দোকান পুড়ে ছাই

পূর্বকোণ ডেস্ক

২১ মে, ২০১৯ | ৩:১৪ অপরাহ্ণ

জেলার বাঁশখালী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯টি দোকান। আজ মঙ্গলবার (২১ মে) সকাল আটটার দিকে বৈলছড়ি ইউনিয়নের কে বি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

আগুনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর মালিকানাধীন ফার্মেসী, হোমিও ওষুধের দোকান, লাইব্রেরি, স্বর্ণের দোকান, হার্ডওয়্যার সামগ্রী, পানের দোকান, কসমেটিক্স, জুতা ও কাপড়ের দোকান পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। পরে সেখানে চট্টগ্রাম স্টেশনের গাড়ি গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন ।

ক্ষতিগ্রস্ত বাসু দাশ জানান, হঠাৎ আগুনে তার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখন নিঃস্ব।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৩ লক্ষাধিক টাকা হতে পারে। ফায়ার সার্ভিস দলের কাছ থেকে ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে বাসু দাশ, নেজাম উদ্দিন, কালাম, শহিদুল ইসলাম, আশীষ দাশ, লেদু মিয়া আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট