চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রবীণ-নবীন সমন্বয়ে চিটাগাং চেম্বারের নতুন পর্ষদ

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০১৯ | ২:৫০ পূর্বাহ্ণ

ঐতিহ্যের ধারক শতবর্ষী চিটাগাং চেম্বারের প্রেসিডিয়ামে যারা আসছেন বলে গত কিছুদিন ধরে জল্পনা-কল্পনা চলছিল তাদের কেউ আসলেন, কেউ আসলেন না। একেবারে শেষ সময়ে এসে ওলট-পালট হয়ে গেল। বর্তমান সভাপতি মাহবুবুল আলম বহাল থাকলেও সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি পদে যাদের নিয়ে আলোচনা চলছিল তারা আসেননি। যাদের নাম নিশানাও ছিল না, তারাই হয়ে গেলেন প্রেসিডিয়ামভুক্ত। প্রবীণ-নবীনের সমন্বয় হয়েছে চেম্বারের আগামী মেয়াদের ২৪ পরিচালক পদে। এ কে খান শিল্পগোষ্ঠির চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান প্রেসিডিয়ামে আসছেন বলে সর্বত্র চাউর হয়েছে। শেষ পর্যন্ত তিনি আসেননি। এ ব্যাপারে শুরুতে সম্মতি দিলেও পরবর্তীতে অপারগতা প্রকাশ করেন। তবে, পরিচালক হিসেবে চেম্বার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানিয়ে দিয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ব্লু এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হাজ্জাজ। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত চরিত্র তরফদার মো. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর। এ কে খান শিল্পগোষ্ঠি ছাড়াও চট্টগ্রামের বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলোর এ প্রজন্মের ব্যবসায়ীরা পরিচালক নির্বাচিত হয়েছেন। টি কে গ্রুপ, হাবিব গ্রুপ, প্যাসিফিক জিন্স, এশিয়া গ্রুপ, ক্লিফটন গ্রুপ, আরামিট গ্রুপ, সাইফপাওয়ারটেক লিমিটেড ইত্যাদি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার চেম্বারের ইতিহাসে আবারও রেকর্ড হলো । এম আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম সভাপতি নির্বাচিত হয়েছেন টানা চতুর্থ মেয়াদে। সরকার দলীয় সাংসদ, চেম্বারের প্রাক্তন সভাপতি এম আবদুল লতিফের সমর্থিত প্যানেলের সবাই পরিচালক নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাংসদ লতিফ চেম্বারের একচেটিয়া নিয়ন্ত্রক গত এক যুগ ধরে। তিনি ইতিপূর্বে চেম্বারের সভাপতি ছিলেন। তাঁর সমর্থিতরা ক্ষমতায় কয়েক মেয়াদে। ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের এই নির্বাচনে এসোসিয়েট ক্লাস, টাউন এসোসিয়েশন এবং ট্রেড গ্রুপের ১২ পরিচালক পদে মনোনয়নপত্র জমা হয় একই সংখ্যক। ফলে এদের সবাই নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তবে, অর্ডিনারি ক্লাসে ১২ পরিচালক পদে মনোনয়ন পেশ করেন ১৪ জন। গত রবিবার দু’জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে অপর ১২ জন নির্বাচিত হয়ে যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারের নির্বাচনের মধ্য দিয়ে একটানা পঞ্চম বারের মত পরিচালক নির্বাচিত হওয়ার রেকর্ড করলেন মাহবুবুল আলম, সৈয়দ জামাল আহমেদ, জহুরুল আলম ও অহিদ সিরাজ স্বপন। ২৪ পরিচালকের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় গতকাল ইলেকশন বোর্ড প্রেসিডিয়াম নির্বাচনের আয়োজন করে। সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান শাহজাদা ফৌজুল মবিন খান। পরিচালনা করেন পরিচালক একেএম আক্তার হোসেন। ২৪ পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন ২০ জন। সভাপতি, সিনিয়র সহ সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন করেন তারা।
পরিচালকদের ভোটে প্রেসিডিয়াম নির্বাচনের বিধান থাকলেও বাস্তবে সেটা হয় সমঝোতার ভিত্তিতে। কারণ, প্রেসিডিয়াম নির্বাচনে ভোটাভুটিতে কেউ যেতে চাননা। একবার এরকম ভোটে গিয়ে ফলাফল মেনে নেয়া হয়নি। সাংসদ লতিফ রবিবার রাতে তাঁর দক্ষিণ খুলশির বাসভবনে নবনির্বাচিত পরিচালকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। নানা বিষয় বিশ্লেষণের পর সিদ্ধান্ত হয় প্রেসিডিয়ামের ব্যাপারে। তবে সেটা পরিবর্তিত হয়েছে গতকাল সকালে। সাংসদ লতিফ গতকাল বেলা ১১ টার দিকে বিশ্ববাণিজ্য কেন্দ্রে গিয়ে পৌঁছেন। পরিচালকরাও পৌঁছেন। সাংসদ রুদ্ধদ্বার বৈঠক করেন তাদের সাথে। প্রেসিডিয়ামে কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি ছাড়া নির্বাচিত অপর ২১ পরিচালক হলেন-
অর্ডিনারি ক্লাস-আনিসুজ্জামান চৌধুরী (জাবেদ স্টিল মিলস লি.), অঞ্জন শেখর দাস (আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লি), হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা (টি কে গ্রুপ ), এম মহিউদ্দিন চৌধুরী (ক্লিফটন গ্রুপ), শাহরিয়ার জাহান (কবির গ্রুপ, কেএসআরএম স্টিল), মুজিবুররহমান (স্মার্ট জিন্স ), নাজমুল করিম চৌধুরী ( পাওয়ারবাংলা কর্পোরেশন), এসএম আবু তৈয়ব (ইন্ডেপেন্ডেন্ট এপারেলস ), সালমান হাবিব (হাবিব গ্রুপ), শাহজাদা মো. ফৌজুল আলেফ খান (সাজেদা এন্টারপ্রাইজ) এবং সৈয়দ মোহাম্মদ তানভির (প্যাসিফিক জিন্স)। এসোসিয়েট ক্লাস- এ কে এম আকতার হোসেন (সভাপতি: চিটগাং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন), মো. অহিদ সিরাজ চৌধুরী (মেসার্স চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনাল), সাকিফ আহমেদ ছালাম (এশিয়া গ্রুপ), সৈয়দ সগীর আহমদ ( সাব্বির ট্রেডিং) এবং তাজমিম মোস্তফা চৌধুরী (পরিচালক স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট )।
টাউন এসোসিয়েশন- আবদুল মান্নান সোহেল (কবির এন্টারপ্রাইজ) এবং মোহাম্মদ জহুরুল আলম (শাফায়েৎ এন্টারপ্রাইজ )।
ট্রেড গ্রুপ- সালাহউদ্দিন কাসেম খান (চেয়ারম্যান: এ কে খান গ্রুপ), বেনজির চৌধুরী (গোল্ডেন কন্টেইনারস লি.) এবং সৈয়দ জামাল আহমেদ ( বর্তমান সহ সভাপতি চিটাগাং চেম্বার)।
চেম্বারের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপর নতুন পর্ষদ দায়িত্ব পাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট