২১ মে, ২০১৯ | ২:৫০ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদরের কালা ডেবা এলাকা থেকে উদ্ধার হওয়া মায়া হরিণ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারের সামনে খাগড়াছড়ি বন বিভাগের লোকজনের কাছে হরিণটি হস্তান্তর করেন খাগড়াছড়ি পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী। হরিণটি বর্তমানে খাগড়াছড়ি বন বিভাগের হেফাজতে রয়েছে।
সাবেক কাউন্সিলর মংসুইথোয়াই চৌধুরী জানান, সকালে বাসা থেকে বের হতে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে হরিণটি দেখে স্থানীয়রা মিলে এটা উদ্ধার করেন। হরিণ বিপন্ন প্রজাতির প্রাণী হওয়ায় এটি কাউকে আটকে রাখতে না দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। উৎসুক জনতা হরিণটি দেখতে মংসুইথোয়াই এর বাড়িতে ভিড় জমায়।
খাগড়াছড়ি সদর রেঞ্জের রেঞ্জ অফিসার বজলুর রহমান ভূঞা বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া মায়া হরিণটির শারীরিক পরীক্ষা শেষে বন বিভাগের সংরক্ষণশালায় রাখা হয়েছে। কক্সবাজারের ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে মায়া হরিণটি সহসা হস্তান্তর করা হবে।
বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।