চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাদ্যে ভেজাল ও মানুষ ঠকানো থেকে বিরত থাকুন : হানিফ

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০১৯ | ২:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, রাজনীতির নামে যেকোন ধরনের হানাহানি, কাটাকাটি, আগুন দিয়ে মানুষ হত্যাসহ খারাপ মানসিকতা থেকে বিরত থাকতে হবে। খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া বা মানুষ ঠকানোর মতো অনৈতিক কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। গতকাল সোমবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, আমাদের সমাজের মধ্যে অমানবিকতা, অসচেতনতা সৃষ্টি হওয়ার কারণে কিছু সংখ্যক মানুষ নানা অপরাধকর্ম করছে। এর একমাত্র কারণ আমাদের অনৈতিকতা ও অসচেতনতা। জাতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আওয়ামী লীগের মূল লক্ষ্য উল্লেখ করে বলেন, এই পবিত্র মাসে
দেশের শান্তি ও মানুষের জন্য দোয়া পড়–ন। দেশের ১৬ কোটি মানুষের আস্থা অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশ গড়েছেন। তেমনি প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষ নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সকলের সাথে সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কাজ চলছে। এদেশের সকল মানুষের শান্তি আনাই আমাদের লক্ষ্য।
নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুছ ছালাম। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুব আলম, পিএইপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক মো. মঈনুদ্দিন, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, এড. আ.ক.ম সিরাজুল ইসলাম, কাজী আব্দুল ওহাব, সিরাজদৌল্লাহ চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, ইউনুস গণি চৌধুরী, এটিএম পেয়ারুল ইসলাম, ডা. শেখ শফিউল আজম, নুরুল আলম চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, প্রদীপ দাশ, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, শাহাজাহান সিকদার, মো. আলী শাহ, মহিউদ্দিন বাবলু, জসিম উদ্দিন শাহ, এড. আব্দুর রশিদ, এড. ভবতোষ নাথ, জাফরুল্লাহ টিটু, আলাউদ্দিন সাবেরী, মহিউদ্দিন রাশেদ, আবুল বশর, অধ্যাপক শওকত হোসেন, নুরুল হুদা, মঞ্জুরুল আলম চৌধুরী, এড. এম.এ নাসের চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ, এস.এম শফিউল আজম, শওকত আলম, কাজী মো. ইকবাল, শাহনেওয়াজ চৌধুরী, রুস্তম আলী চেয়ারম্যান, নজরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ইদ্রিস, ডা. মো. মোস্তাফা, লেয়াকত চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট