২১ মে, ২০১৯ | ১২:১১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর বায়েজিদে পতিতা খুনের ঘটনায় মো. নেজাম উদ্দিন (২৯) নামে এক খদ্দেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ডবলমুরিং এলাকার মুহুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।
তিনি পূর্বকোণকে বলেন, ‘জমানো টাকা আত্মসাৎ করতে হালিম নামে এক দালাল খদ্দের নেজাম উদ্দিনকে দিয়ে নিহত রেবেকা সোলতানা মনিকে খুন করে। এ ঘটনার পর থেকে পলাতক ছিলো দালাল হালিম ও খুনি খদ্দের নেজাম উদ্দিন। পরে গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ডবলমুরিং এলাকার মুহুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তবে দালাল হালিম এখনো পলাতক রয়েছে।
গ্রেপ্তার হওয়া নেজাম উদ্দিন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে ১৬৪ ধারায় খুনে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করে বলে যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ১১ মে নগরীর বায়েজিদ মুরাদ নগরের মির্দ্দাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় সকাল ১১টার দিকে খুন হয় রেবেকা সোলতানা মনি। পরে ১৩মে রাতে মনি’র লাশ উদ্ধার করে পুলিশ।
The Post Viewed By: 388 Peopleমঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।