চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

শিক্ষাসামগ্রী বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

সৎ মানসিকতায় গড়তে হবে শিক্ষার্থীদের

মফস্বল ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:২২ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সৎ মানসিকতায় গড়তে হবে শিক্ষার্থীদের।

একুশের আলো ফাউন্ডেশন: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, নতুন প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর রাউজান রেখে যেতে চাই। এজন্য সকল কাজ সম্পন্ন করা হচ্ছে। তিনি ২৬ জানুয়ারি বিকেলে রাউজান পৌরসভার পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে একুশের আলো ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সসীম গৌরীচরণের সভাপতিত্বে ও অনিক বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, প্রধান শিক্ষক বদিউল আলম, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, গৌরীচরণ রিমি।

লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে গত ২৪ জানুয়ারি। সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সমাজসেবক শাব্বির আহমদ। বিশেষ অতিথি ছিলেন হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, উত্তর পদুয়া স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, আধুনগর গুলজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুদ্দিন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সহ-সভাপতি আবদুল খালেক, সাংবাদিক সাত্তার সিকদার, আবদুল আউয়াল জনি, রায়হান সিকদার, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এমএম আহমদ মনির, লোহাগাড়া শিশু সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষার্থী মো. আরমান, সাধারণ সম্পাদক মো. ইউসুফ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কলাউজান খতিবিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. মাঈনুদ্দিন ও গীতা পাঠ করেন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিক দাশ।

রাউজান আর.আর.এ.সি মডেল সরকারি হাই স্কুল: নিজস্ব সংবাদদাতা জানান, স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ গত সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার বড়–য়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মামনুন আহমেদ অনীক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সজল চন্দ্র চন্দ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, এস.আই আমজাদ হোসেন। অনুষ্ঠানে স্কুলের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

লামা: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার ¤্রাে শিক্ষার্থী, সদর ও রূপসীপাড়া ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় গত ২১ জানুয়ারি। মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের সহধর্মিণী মেহ্লাপ্রু মার্মা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান লাল ছানী লুসাই, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র প্রতিনিধি খিং খিং প্রু জুসি, একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম প্রমুখ। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা। একইসময় বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও স্থানীয় এনজিও একতা মহিলা সমিতির ব্যবস্থাপনায় প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ কেজি করে খেজুর বিতরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট