চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

সুন্দর আগামীর জন্য প্রতিটি পরীক্ষাই গুরুত্বপূর্ণ

মফস্বল ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২০ | ৫:২২ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দর আগামীর জন্য প্রতিটি পরীক্ষাই গুরুত্বপূর্ণ।

রাউজান উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসা: নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল রবিবার দুপুরে হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ গোফরানুল হক। প্রধান আলোচক ছিলেন শাহাজাদ আহমদুল হক। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক আলকাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আবদুল হক মাস্টার, ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, মোহাম্মদ ইসমাইল মেম্বার, ছৈয়দ আহমেদ, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন, মোবারক হোসেন ভূইয়া। শিক্ষক সোহেল তালুকদার ও জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক শহিদুল আমিন মুরাদ, মাওলানা জাফর আহমদ মানিকী, মাস্টার নাঈম উদ্দিন।

হযরত খাদিজা (রা.) বালিকা মাদ্রাসা: রাঙ্গুনিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহপাড়া এলাকাস্থ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ, নবীনবরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি মীর গোলাম মোস্তফা বাবুল। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান সুপারিটেনডেন্ট তৌহিদুল আনোয়ার নিজামী। শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার শফিউল আলম, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য ও ইউপি মেম্বার মো. কাঞ্চন মিয়া, অভিভাবক সদস্য মো. সাইফুদ্দিন, আজগর আলী, বদিউল আলম প্রমুখ।
কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি সকালে। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়ার সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। আলোচনায় অংশ নেন, পরিচালনা পরিষদ সদস্য ছালেহ আহমদ কোম্পানি, সহকারী প্রধান শিক্ষক মো. আবু ইউছুপ, শিক্ষক রফিক আহমদ, কাজী আবদুল হাকিম, অমল কান্তি দে, এনামুল হক, মমতাজ উদ্দিন, শামীম আকতার শর্মিলা দেবী, আবু ছালেক, মোহাম্মদ আলী, মো. শাকিল, রঞ্জিত কুমার দে প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাজমুদ্দিন মো. তৌহিদ।

জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়: বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গত সোমবার হক এন্ড আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। বক্তব্য রাখেন সাংবাদিক সেকান্দর আলম বাবর, অভিভাবক সদস্য দেবতোষ ভট্টাচার্য, সাধান চৌধুরী, শিক্ষক সুজন বড়–য়া, স্বরাজ গাঙ্গুলী, মৌলানা রাহাত উল্লাহ, সংজিৎ বিশ্বাস, সাইদুর রহমান, অপি তালুকদার, নয়ন চক্রবর্তী, রঘু রায় লালা, রাজীব বড়–য়া, সুপর্ণা দেবী, শিখা ঘোষ, বিনীতা বড়–য়া প্রমুখ।
পিঙ্গলা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়: পটিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠান হয়েছে গত সোমবার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন আ’লীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশীদ ছিদ্দিকী, সাংবাদিক ওবাইদুল হক, যুবলীগ নেতা জহির উদ্দিন, স্কুল পরিচালনার কমিটির সদস্য নুরুল ইসলাম জিহাদী, ডা. বটন বড়–য়া, নাছির উদ্দিন সুলতান, ঊমির্লা বড়–য়া, শিক্ষানুরাগী সদস্য আবদুছালাম সওদাগর, বিদ্যলয়ের শিক্ষক দেবাশীষ বড়–য়া, ফরিদা বেগম, রিক্তা চৌধুরী, সাজিয়া বেগম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিতু বড়–য়া, জান্নাতুল ন্নেছা প্রমুখ।
হাশিমপুর মকবুলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি সকালে। মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নাজমুল করিম, মাওলানা মোসলেম উদ্দিন, জাফর আহমদ, যুবনেতা জমির উদ্দিন চৌধুরী প্রমুখ।
শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রধান শিক্ষক শিউলি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের শিক্ষানুরাগী সদস্য সেকান্দর আলম বাবর। শিক্ষক শাহাদাৎ হোসেন শরীফের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ডা. ত্রিদিপ চৌধুরী, আবুল কাশেম, শিক্ষক দোলন কান্তি দে, সুপর্ণা খাস্তগীর, সন্তোষ মল্লিক, মাহবুবুল আলম, আন্না দাশ, পলাশ বোস প্রমুখ।

হাশিমপুর মকবুলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি সকালে। মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নাজমুল করিম, মাওলানা মোসলেম উদ্দিন, জাফর আহমদ, যুবনেতা জমির উদ্দিন চৌধুরী প্রমুখ।
শ্রীপুর-খরণদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রধান শিক্ষক শিউলি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের শিক্ষানুরাগী সদস্য সেকান্দর আলম বাবর। শিক্ষক শাহাদাৎ হোসেন শরীফের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ডা. ত্রিদিপ চৌধুরী, আবুল কাশেম, শিক্ষক দোলন কান্তি দে, সুপর্ণা খাস্তগীর, সন্তোষ মল্লিক, মাহবুবুল আলম, আন্না দাশ, পলাশ বোস প্রমুখ।

গাইডেন্স কোচিং: পটিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, কোচিং মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয় ২৭ জানুয়ারি। শিবলী আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইডেন্স’র পরিচালক হেফাজুল করিম রাকিব। উদ্বোধক ছিলেন লেখক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ইমরান হোসেন, মহিউদ্দিন, অভিজিৎ কুমার শুভ, শহীদুল ইসলাম, তৌহিদুল আলম, সামিউল আকরাম তারেক, আবু হানিফ, মোরশেদুল আলম প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবেদা সুলতানা, গোবিন্দ দাশ, মেহেরুন্নেছা প্রমুখ। আলোচনা শেষে মডেল টেস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট