চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বোয়ালখালীতে খালে ডুবে কিশোরীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২০ মে, ২০১৯ | ১১:২১ অপরাহ্ণ

বোয়ালখালীতে খালের পানিতে গোসল করতে গিয়ে আঁখি আকতার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার অলিবেকারী এলাকার ছন্দারিয়া খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আঁখি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আঁখিকে উদ্ধার করে।
নিহত আঁখি উপজেলার পূর্ব গোমদ-ী বহদ্দার পাড়ার আবুল হোসেনের মেয়ে। সে অলি বেকারী এলাকার ফতেহ্ আলী মোহাম্মদ বাড়িতে নানার বাড়িতে থাকতো।
আঁখির মামা খোরশেদুল আলম জানান, আঁখি প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের খালে গোসল করতে গেলে পা পিছলে পড়ে নিখোঁজ হয়। এসময় খালে প্রবল জোয়ার ছিলো। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেন।
আঁখি সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, উপজেলার আহমদ হোসেন কলেজিয়েট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছিলো সে।
ডুবুরি সাইফুুল ইসলাম ও প্রণব বড়–য়া বলেন, খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ৪ সদস্যের ডুবুরি দল চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় ১শত গজ দূরে আঁখির খোঁজ পায়। মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট