চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে নির্বাচনী মামলায় ৮ আসামির স্থায়ী জামিন

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২০ মে, ২০১৯ | ১১:১৭ অপরাহ্ণ

গত ২৪ মার্চ চন্দনাইশ উপজেলা নির্বাচনে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময় পুলিশের সাথে সংঘর্ষের মামলায় ৮ আসামি স্থায়ী জামিন লাভ করেছে। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এক আদেশে ৮ আসামির জামিন স্থায়ী করেন।
জানা যায়, ২৪ মার্চ উপজেলা নির্বাচন চলাকালে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরীসহ ৮ জন আসামি গত ৭ এপ্রিল মহামান্য হাইকোর্টে ৪ সপ্তাহের জন্য আগাম জামিনে মুক্তি লাভ করেন। নির্দিষ্ট মেয়াদ শেষে গত ২৫ এপ্রিল আসামিগণ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত গতকাল সোমবার ২০ মে পর্যন্ত জামিন দিয়ে মূল নথি তলব করেন। গতকাল শুনানি শেষে উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান চৌধূরী, যুবলীগ নেতা যথাক্রমে মোহাম্মদ টিটু, মো. রবিউল, মো. লোকমান, আজিজুল হক খোকা, মো. রিয়াদ, মো. ফারুক, মো. হোসেনসহ ৮ জনকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দেন। তাছাড়া গত ৩০ এপ্রিল আসামি মোহাম্মদ আলী ও ৮ মে যুবলীগ নেতা ইয়াছিন আরাফাতকে জামিন দেয় আদালত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট