চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বিজিসি ট্রাস্ট ভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রাম

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:৪৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জানুয়ারি-জুন ২০২০ সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল রবিবার চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগরে বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওরিয়েন্টেশন স্পীকার ছিলেন সরকারের সাবেক তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মো. গোলাম রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসাইন, ফার্মেসী বিভাগের প্রফেসর ড. হযরত আলী মিয়া, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক রানা করণ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. মো. সরওয়ার উদ্দীন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার। ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার এবং ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বর্তমান ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই ৮ম সেমিষ্টারের ছাত্র মো. পারভেজ, আইন বিভাগের ৬ষ্ট সেমিষ্টারের ছাত্রী শামীমা কাউসার, ফার্মেসী বিভাগের ৭ম সেমিষ্টারের ছাত্র নিলয় দাশ, নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের ছাত্র মো. ইমরান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট