চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় মেয়র

শিক্ষার্থীদের মূল লক্ষ্য হতে হবে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় ও অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার স্ব স্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৃথক সুধী সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাগমনিরাম আবদুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, চসিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবদুল করিম বাচ্চু প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংকুর সোসাইটির বা.উ.বি এর প্রধান শিক্ষক লিলি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক মো. শাহজাহান, বিদ্যালয় পর্ষদের সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, সিনিয়র শিক্ষক চন্দন কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি সেন গুপ্তা। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহ আলম, শামীমা আফরিন মুক্তি, মো. ইদ্রিছ, মো. আলমগীর পারভেজ, আলাউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম মিন্টু, মো. রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন । পরে মেয়র বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয় ও অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট