চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নজরুল একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:৩৯ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বছর পুর্তি ‘মুজিব বর্ষ’ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শিশু কিশোর নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রামের আধুনিক সংবাদপত্র দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।

কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা ইসমাইল পারভেজ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল ফিরোজ আহম্মদ, এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক রাহিন আহমদ ও বাংলা টিভি চট্টগ্রাম বিভাগের ইনচার্জ হান্নান হায়দার।

উদ্বোন অনুষ্ঠানে জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত শিশুদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ বা প্রতিযোগিতার মনভাবই হচ্ছে বড়। যদিও মাত্র ৫০ জনকে পুরস্কৃত করা হবে। তবে যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সবাই বিজয়ী। পুরস্কার পাওয়ার চেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়াই পুরস্কার স্বরূপ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট