চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

সুস্থ দেহ সুন্দর জীবনের নিয়ামক

মফস্বল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:৩২ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী আনুষ্ঠান আয়োজিত হয়ে চলেছে। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ সুন্দর জীবনের নিয়ামক। আর সুস্থ দেহের জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়: বোয়ালখালীর নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ে বালিকা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গত ২৫ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান। শিক্ষক শুভাশীষ নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, শিক্ষক পরিতোষ চৌধুরী, মিলন দাশগুপ্ত, লিটন ধর, দোলন মজুমদার, ওবাইদুল হক, তনুশ্রী বিশ্বাস, দেবী দত্ত, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ কুমার ঘোষ, জামিউল হুদা সোহেল প্রমুখ।

এ নূর ব্লসম স্কুল: বোয়ালখালীর নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৬ জানুয়ারি। স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর, ইউপি সদস্য নুরুল আবছার, মো. ইসকান্দর, শেখ মো. সালাউদ্দিন, এসএম ইদ্রিচ, ফরিদ সওদাগর, আনোয়ার হোসেন, আবদুস সামাদ, জানে আলম, লিয়াকত আলী, মো. সেকান্দর, শহীদুল ইসলাম খান শিমুল, ক্রীড়া আহ্বায়ক মনজুর মোরশেদ, যুগ্ম আহ্বায়ক সুদীপ বড়–য়া, মোজাম্মেল হক খান টিপু, সদস্য মো. জামাল উদ্দিন প্রমুখ।
রাঙ্গুনিয়া বিআইজেড বালিকা উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয় গত ২৬ জানুয়ারি। প্রধান শিক্ষক রতন কান্তি শীলের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান সিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার শীল। বিআইজেড এইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, প্যানেল মেয়র মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. ইস্কান্দর, শিক্ষানুরাগী জাফর ছালেক সিকদার প্রমুখ।

রাঙ্গুনিয়া আল্লামা রুমি (রহ.) দাখিল মাদ্রাসা: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জানুয়ারি। মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর জালাল উদ্দিন। মাওলানা আবু বক্করের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্ঠা হারুন মাতব্বর, সদস্য নজরুল ইসলাম, আবদুল জব্বার, প্রবাসী রেজাউল করিম । বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার আবদুল মাবুদ, শিক্ষক মাওলানা ইলিয়াছ আশরাফী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট