চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ কা-ারি

মফস্বল ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২০ | ৫:৩২ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় এবং ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের পাশাপাশি মেধাবৃত্তির পুরস্কার প্রদান করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ কা-ারি।
বৌদ্ধ সুরক্ষা পরিষদ কক্সবাজার জেলা: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে কৃতী শিক্ষার্থীদের মাঝে ‘প-িত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে গত ২৬ জানুয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি। অনুষ্ঠানের শুরুতে বৃত্তি প্রদান উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘সত্যপ্রিয়’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ডা. উত্তম কুমার বড়ুয়া। রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্পের পরিচালক ড. সংঘপ্রিয় মহাথের। বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মায়েঁনু, কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্তিক চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন, প-িত সত্যপ্রিয় মহাথের শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সাজু বড়ুয়া। প্রজ্ঞানন্দ ভিক্ষু ও সাংবাদিক সুনীল বড়ুয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য দেন কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া।
হারুয়ালছড়ি গাউছিয়া রহমানিয়া ছুন্নিয়া মাদ্রাসা: ফটিকছড়ির নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আজীবন দাতা সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে গত ২৫ জানুয়ারি। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমানুল হকের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসা সুপার মাওলানা মো. নুরুল আলম। শিক্ষক ছানাউল্লাহ শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম শামসুদ্দিন, যুবলীগ নেতা নুরুল ইমান, মো. সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা রিয়াজ মো. নুরুল রাব্বি, জুয়েল রাকিব, শওকত হোসেন লিটন, শহিদ। সংবর্ধিত অতিথি ছিলেন মহসিন হায়দার, আমানুল হক, আবদুর রহমান সিকদার, রুবেল, মাহাবুল আলম, শফিউল আজম, এহসানুল করিম, নুরুল আবছার, আবু তাহের, এনামুল হক, জানে আলম, আবুল কালাম, সেকান্দর, কামাল উদ্দিন, মিনহাজ আলম চৌধুরী, মনির আহমদ, ইলিয়াছ খান আইয়ুব প্রমুখ।
কাঞ্চনমালা ফাউন্ডেশন রাউজান: নিজস্ব সংবাদদাতা জানান, ফাউন্ডেশনের উদ্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগাং’র সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসাসেবা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে গত ২৪ জানুয়ারি। লায়ন্স ক্লাব অব চিটাগাং’র সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ৩১৫ বি ৪’র জেলা গভর্নর কামরুন মালেক। বক্তব্য রাখেন কাঞ্চনমালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. দুলাল কান্তি দাশ, লায়ন মোস্তাক হোসেন, সুকান্ত ভট্টচার্য্য, লায়ন আল সাদাত দোভাষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর সিকদার, বাবুল মিয়া, প্রধান শিক্ষক জানে আলম, লায়ন জিকে লালা, এসএম আসলাম আরজু, কাঞ্চন মালা দাশ, লায়ন পিকে দাশ, এসকে বসাক, বেলাল উদ্দিন চৌধুরী, নাজমুল কবির খোকন, শোভন বড়–য়া, পুর্ণেন্দু বিকাশ বড়–য়া, কে আনোয়ার চৌধুরী, শফিক ভুইয়া, এডভোকেট নুরুল ইসলাম, অনুপ কুমার দত্ত, এসকেএসএ সিদ্দিক প্রমুখ।

খানদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ২৬ জানুয়ারি। বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শিবলী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য নুরুল আমিন, নজরুল ইসলাম আনোয়ার, মৌলানা হারুনুর রশীদ, নুরুল ইসলাম রানা, প্রাক্তন সদস্য প্রফুল্ল চন্দ্র নাথ, আলহাজ আবদুল মোনাফ ও পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসার ইনচার্জ মোস্তাফিজুর মামুন। শিক্ষক বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, প্রনব কুমার নাথ, সুনীল কান্তি দাশ, মৌলানা কামাল উদ্দীন প্রমুখ। প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে সে শিক্ষা উন্নত জাতি গঠনে কোন কাজে আসে না।

উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়: হাটহাজারী উপজেলাস্থ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে গত ২৫ জানুয়ারি। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুর খান। প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক মুজিবুর দৌলাহ চৌধুরী (দৌলত), পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাছির, মোহাম্মদ জাকেরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আলমগীর সওদাগর, মোহাম্মদ শাহেদুল আলম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, শিক্ষক মোহাম্মদ আবু তাহের, লিয়াকত আলী বিশ্বাস, আমিনুল ইসলাম, আশরাফ আলীর, আব্দুস সবুর, সিরাজুল ইসলাম, রহমত উল্লাহ, নুরজাহান আখতার, খায়রুন্নেসা, রুবেল দাশ প্রমুখ।
নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়: ফটিকছড়ি উপজেলাস্থ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান হয়েছে ২৬ জানুয়ারি। প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ ইউছুপ, হোসেন শহীদ জাফর আলম ও আহমেদ এরশাদ খোকন। বক্তব্য রাখেন শিক্ষক এস এম নুরুল হুদা, তৌহিদুল আলম, তিলক বৈদ্য, জাহানারা বেগম, আনোয়ার হোসেন।

পটিয়া মালিয়ারা মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সত্যব্রত দাশ স্মৃতি বৃত্তি প্রদান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেবব্রত দাশ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, গোল্ডেন ইসপাতের ব্যবস্থাপক ড. নিপুর চৌধুরী, প্রবীর বিশ্বাস, প্রগতি ইন্সুরেন্সের ডিএমডি নজরুল ইসলাম, প্রকৌশলী দিলিপ নাথ, ব্যবসায়ী আবুল বশর চৌধুরী, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সওদাগর ভোলা। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অঞ্জন চৌধুরী, আ.লীগ নেতা বিজন চক্রবর্তী, আজিমুল হক, জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লোকমান হাকিম, আব্দুল মোনাফ, আহমদ হোসেন মো. আনোয়ার, আব্দুল করিম, সুখেন্দু বিকাশ দাশ, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুখময় দাশ, আব্দুল্লাহ্ আল হারুন, আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, কাজী আমান উল্লাহ্ আমান, আমিনুল ইসলাম টিপু, মুজিবুল হক নবাব, প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, রবিউল আলী, মাষ্টার রিটন নাথ, এহসানুল হক, জাহাঙ্গীর আলম, মো. মাহবুব, মো. শহীদ প্রমুখ। একই দিনে স্কুলের দ্বিতল ও ত্রিতল ভবন উদ্বোধন করেন হুইপ সামশুল হক চৌধুরী।
গ-ামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়: বাঁশখালীর নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় গত ২৬ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ-ামারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম। বক্তব্য রাখেন ইউপি সদস্য কামাল উদ্দিন, মো. নুরুল কাদের, প্রধান শিক্ষক অবিনাশ দেব, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, শামীমুল জান্নাত, নুরুল আবছার, আবু আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্কুল বক্স ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চন্দনাইশ জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য তরুন কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবুল কালাম, অভিভাবক সদস্যা টুম্পা দাশ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিধান কুমার মিত্র, জোয়ারা বাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা রমিজ আহমদ চৌধুরী, অসীম কুমার চক্রবর্তী, কেনেডাম চৌধুরী, শান্ত পালিত, রঞ্জু বড়ুয়া, ভগীরত সিকদার, অরুণ কান্তি দাশ। বিদায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লাবনী দাশ, জান্নাতুল আদন নাদিয়া, বৃষ্টি দত্ত, কানিজ ফাতেমা, শ্রেয়া সরকার প্রমুখ।
সুখছড়ী উচ্চ বিদ্যালয়: লোহাগাড়া নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মুজিবুর রহমান, ডা. রিটন দাশ, মফিজুর রহমান, মো. জসিম উদ্দিন, সাইফুন্নেছা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ, সহকারী প্রধান শিক্ষক অনুপম কুমার দাশ, সিনিয়র শিক্ষক কাত্তিক চন্দ্র দাশ, হেড মাওলানা আবু ইউসুফ, আমিনুল হক, মো. রফিক, মো. আতিকুল হক, মো. আকতার, আবদুল কাদের, শেলী পাল, মনিকা দাশ প্রমুখ।

অভিযাত্রিক পরিষদ ফটিকছড়ি: দক্ষিণ ফটিকছড়ির জাফতনগরস্থ শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘অভিযাত্রিক পরিষদ’ এর উদ্যোগে কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দেয়া হয়েছে ২৬ জানুয়ারি। স্থানীয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গণি। সাবেক সভাপতি রোহান মো. ইয়াকুব ও সহ-সভাপতি মহসিন হায়দারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হামিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক চাকসু সদস্য হোসেন শহীদ মুফতি। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি এস এম জাকারিয়া জকু, শাহজাদা সৈয়দ সাইফুদ্দৌলা, লতিফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দীন, সাবেক সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, সাবেক সভাপতি আবু তাহের জসীম, জাহানারা মমতাজ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর। বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. সালাউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রভাষক গিয়াস উদ্দীন সাজিদ, অভিযাত্রিক পরিষদের সদস্য মো. তাজুল ইসলাম, এড. নাছির উদ্দিন মুহসিন, পরিষদের সাবেক সভাপতি ডা. শফিউল আজম, মো. ইব্রাহিম মানিক, মো. হুমায়ুন কবির ফয়েজ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি আবদুল হাকিম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, নুরুল আজম, শাকিল ইমতিয়াজ ইমু, মমিনুর রশিদ, রামিম, নাইম, আমান উল্লাহ, রিদুয়ান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রন্জিত কুমার বড়ুয়া, জহুর উদ্দীন টিপু, নির্জন কান্তি বড়ুয়া, শারথী ধর, ইন্দ্রিরা রাণী বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট