চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মানুষ মানুষের জন্য

ছবি: মিয়া আলতাফ

২০ মে, ২০১৯ | ৮:৪৩ অপরাহ্ণ

ইফতারের ঠিক আগমুহূর্তে নগরীর গোলপাহাড় মোড়ে বাঁশবোঝাই একটি ঠেলাগাড়ি ঠেলছিল দুই দিনমজুর। রাস্তাটি উঁচু হওয়ায় বাঁশবোঝাই গাড়িটি ঠেলে তুলতে কষ্ট হচ্ছিলো তাদের। কিছুদূর উঠে আবার নিচে নেমে আসছিলো ভারী এ গাড়িটি। তাই বাঁশবোঝাই ঠেলাগাড়িটি নিয়ে শত চেষ্টা করেও এগোতে পারছিলেন না তারা। তবে এই দুই দিনমজুরের কষ্ট সইতে পারেননি গোলপাহাড় মোড়ে কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তা। তাই দ্রুতই এগিয়ে আসেন ভার লাঘবে। মানবিকতার কারণে হাতে হাত লাগিয়ে  অসহায় দিনমজুরগুলোর পাশে দাঁড়ান। ছবিতে- পুলিশের পোশাক পরিধানরত অবস্থায় দিনমজুরদের মতো যাকে গাড়ি ঠেলতে দেখা যাচ্ছে, তিনি নগরীর ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের সিনিয়র সহকারী কমিশনার সুলতান মোহাম্মদ আলী খান। আর  পিছনে যে পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে তিনি গোলপাহাড় মোড়ে কর্তব্যরত একজন ট্রাফিক সার্জেন্ট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট