চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ওয়ারলেসে উদ্ধার রেলওয়ের দেড় একর জায়গা

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২০ | ৭:১৯ অপরাহ্ণ

নগরীর রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন জায়গা থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এতে প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়ারলেস কলোনি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে ৩০৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ দশমিক ৫৭ একর জমি উদ্ধার করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম পূর্বকোণকে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে টিনশেড, সেমিপাকা ও দোকান নির্মাণ করা ছিল। সেখান থেকে ৩শ ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

অভিযানে ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট