চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লোহাগাড়ায় ৭টি বসতঘরে তা-ব

বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত, মা-ছেলে আহত

নিজস্ব সংবাদদাতা হ লোহাগাড়া

২৭ জানুয়ারি, ২০২০ | ৬:১৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা আলীর ঘোনা এলাকায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধা নিহত ও মা-ছেলে আহত হয়েছেন। গতকাল (রবিবার) রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। বন্যহাতির দল ৭টি বসতঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে। খেয়ে ফেলেছে বসতঘরে রক্ষিত ধান ও চাল। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আহমদ।

নিহত বৃদ্ধা হাছনা বানু (৬২) ওই এলাকার বদিউল আলমের স্ত্রী। আহতরা হলেন, একই এলাকার জাফর আহমদের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৫) ও ছেলে আয়াত হোসেন (৩)। তারা বর্তমানে হাপসাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ১৫/১৬টি বন্যহাতির দল রাতে লোকালয়ে এসে মো. জাহাঙ্গীর, আলী আহমদ, জাফর আহমদ, মনির আহমদ, জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া ও ঠা-া মিয়ার বসতঘরে ব্যাপক ভাংচুর করে। এ সময় হাতির আক্রমণে বৃদ্ধা হাছনা বানু নিহত ও অপর ২ জন আহত হয়েছেন। এছাড়া হাতির দল বসতঘরে রক্ষিত বিপুল পরিমাণ ধান ও চাল খেয়ে ফেলে। স্থানীয় লোকজন এগিয়ে এসে হাতি তাড়ানোর বিভিন্ন পন্থা অবলম্বন করলে প্রায় ২ ঘণ্টা পর এগুলো লোকালয় ছেড়ে বনাঞ্চলে চলে যায়। বন্যহাতির আক্রমণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেন। পরে আইগত প্রক্রিয়া শেষে নিহত বৃদ্ধার মেয়ের কাছে লাশ হস্তান্তর করেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট