চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শিবির ট্যাগ দেওয়ার হুমকি ছাত্রলীগ সভাপতির!

চবিতে অবরোধ প্রত্যাহার নয়, শিথিল বৃহস্পতিবার পর্যন্ত

নিজস্ব সংবাদদাতা হ চবি

২৭ জানুয়ারি, ২০২০ | ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নওফেল গ্রুপের আহত কর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল শিবির ট্যাগ দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগের একাংশ। গতকাল রোববার দুপুর ৩টায় প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিজয় গ্রুপের কর্মীরা। তবে অভিযোগটি অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের ফারদিন রাইয়ান ও আরবি বিভাগের সাহিল কবীর।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘রেজাউল হক রুবেল বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল আমাদের আহত কর্মীদের দেখতে গিয়ে ছাত্রলীগ সভাপতি শিবির ট্যাগ ও ছাত্রলীগের প্রত্যয়নপত্র না দেওয়ারও হুমকি দিয়ে আসছে। একজন ছাত্রলীগ সভাপতির পক্ষে এ ধরনের হুমকি আমরা কখনোই আশা করিনি।’

বৃহস্পতিবার পর্যন্ত অবরোধের শিথিলতা চলমান থাকবে জানিয়ে তারা আরো বলেন, ‘গত ২৩ জানুয়ারি পাঁচ দফা দাবির প্রেক্ষিতে প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে আমরা অবরোধ শিথিল করেছিলাম। পাঁচ দফার মধ্যে প্রশাসন ইতোমধ্যে তিনটি দাবি মেনে নিয়েছেন। এছাড়া বাকি দুইটি দাবির মধ্যে ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলকে গ্রেপ্তার ও তার ছাত্রত্বহীনের বিষয়টা কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিতকরণের বিষয়ে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবরোধ প্রত্যাহার না করে বৃহস্পতিবার পর্যন্ত আবারো অবরোধ শিথিল রেখেছি।’

এদিকে, শিবির ট্যাগ দেওয়ার অভিযোগটি অস্বীকার করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘গত শনিবার আমাদের কয়েকজন আহত কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তাদের খোঁজ খবর নিয়েছি। যা একজন ছাত্রলীগ সভাপতি হিসেবে আমার দায়িত্ব। কিন্তু কেন তাদের আমি শিবির ট্যাগ কিংবা প্রত্যয়নপত্র না দেওয়ার হুমকি দিব? আর আমিই বা কে প্রত্যয়নপত্র দেওয়ার?’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট