চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে পাচারকালে ৩ রোহঙ্গিা উদ্ধার, দালাল আটক 

পূর্বকোণ ডেস্ক

২০ মে, ২০১৯ | ৪:১৪ অপরাহ্ণ

নগরীর রেলওয়ে স্টেশন থেকে তিন সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  এ ঘটনায় আব্দুল মান্নান নামের এক দালালকে আটক করা হয়েছে। ভারতে পাচার করার উদ্দেশে্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া।

গতকাল রবিবার (১৯ মে) রাতে তাদের আটক করা হয়।

ওসি মোস্তাফিজ ভূঁইয়া সাংবাদিকদের জানান,‘উদ্ধার হওয়া এই তিনজনকে রেল স্টেশন এলাকায়  সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তাদেরকে ডেকে এখানে আসার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। এসময় তাদের কথা বলার ধরন দেখে আমরা নিশ্চিত হই তারা রোহিঙ্গা নাগরিক। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

ওসি মোস্তাফিজ আরও জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গারা আমাদের জানায়-তাদেরকে ভারতে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত দালালকে আটক করা হয়েছে।’

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে দালাল জানায়, সে একজন গরু ব্যবসায়ী। তাদেরকে সিলেটের কানাইঘাট দিয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।

ওসি মোস্তাফিজ ভূঁইয়া  বলেন, সাংবাদিক সম্মেলন করে রোহিঙ্গা উদ্ধারের এই ঘটনার বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট