চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে গৃহহীনকে ঘর দিলেন সিটি মেয়র

২৭ জানুয়ারি, ২০২০ | ৩:৩৪ পূর্বাহ্ণ

চান্দগাঁও নুরুজ্জামান নাজির বাড়ির অসহায়, দুঃস্থ ও মানসিক রোগগ্রস্ত বয়োবৃদ্ধ এহসানুল হককে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আশি বছরের বৃদ্ধ এহসানুল হক একযুগ ধরে নিজ জমিতে গৃহহারা হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছিলেন । প্রতিবেশি কেউ তাঁর সাহায্যে হাত না বাড়িয়ে বরঞ্চ তার এক টুকরো মৌরসী জমিটি কুক্ষিগত করতে ওঠে পড়ে লাগে।

মানসিক রোগাগ্রস্ত ও ছন্নছাড়া হওয়ায় তাঁর দুর্বলতার সুযোগ নিয়ে সেই সময়কার প্রয়াত প্রভাবশালী জনৈক ব্যক্তি একপ্রকার নির্যাতন করে তাঁর জমিটি দখলের চেষ্টা করেন। তাঁর বড় ভাই নবীদুল হক মানসিক ভারসাম্য হারিয়ে মারা গেলেও অন্যভাই মাহমুদুল হক এখনো নিরুদ্দেশ রয়েছেন । এমন ছন্নছাড়া পরিবারের কনিষ্ট সন্তান এহসানুল হক কারো কোন করুনা ছাড়াই কখনো অনাহারে, কখনো অর্ধাহারে জীবন অতিবাহিত করছেন । বয়সের শেষ সময়ে এসে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বদান্যতায় তিনি মাথা গোঁজার ঠাই পেলেন। গতকাল (রবিবার) তাঁর হাতে নবনির্মিত ঘরটি বুঝিয়ে দেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক ও চান্দঁগাও নাগরিক উদ্যোগের আহবায়ক সৈয়দ উমর ফারুক । গৃহ নির্মাণে সহযোগিতা দেন কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু। গৃহ নির্মাণ তত্ত্বাবধান করেন যুবলীগ নেতা সৈয়দ গোলাম আয়াজ ও যুবলীগ নেতা মোহাম্মদ এমদাদুল হক জুনু।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট