চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় হাসপাতালে রোগীর অভিভাবককে মারধরের অভিযোগ

আনোয়ারা সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় এক শিশুকে নিয়ে জনৈক অভিভাবক হাসপাতালে চিকিৎসার জন্য গেলে কর্মচারী মারধর করছে বলে অভিযোগ  উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত  ঘটনার ভিডিও ভাইরাল হলে এলাকার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার দু’দিন পরেও কর্তৃপক্ষ কর্তৃক এখনো কার্যকর উদ্যোগ নেয়নি।
জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায়  আনোয়ারার বাসিন্দা ওই ব্যাক্তি তার শিশু পুত্রকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে যান। টিকেট কাউন্টারে টিকেট নিতে গেলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দায়িত্বরত কর্মচারী হুমায়ুন রোগীর অভিভাবকের উপর চড়াও হয়। ধাক্কাধাক্কি করে। এ সময়  রোগীর বাবাকে নাজেহাল ওমারধর করার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু জাহিদ মোহাম্মাদ সাইফুদ্দীন মুঠোফোনে জানান, টিকেট কাউন্টারে জটলার কারণে এ ঘটনা ঘটে। ধাক্কাধাক্কি ঘটনাটি মীমাংসা করে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন সংঘটিত ঘটনাটি চট্টগ্রাম জেলা সিভিল সার্জেনকে অবগত করা হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন হবে।
হাসপাতালে কর্মচারী হুমায়ুন আজাদ জানান, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির ফলে এ ঘটনা ঘটে। আজ রবিবার সন্ধ্যা ৭টায় মীমাংসার লক্ষ্যে দু’পক্ষের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/আনোয়ার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট