চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে মাহফিলে বক্তারা

মানুষের শান্তিতেই ধর্মের সার্থকতা

মফস্বল ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২০ | ৪:৩৯ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, মানুষের শান্তিতেই ধর্মের সার্থকতা।
জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা: রামুর নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসায় গত ২২ জানুয়ারি ৯৬তম বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে চট্টগ্রাম ওমরগণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ.ফ.ম খালিদ হোসেন প্রধান আলোচকের বক্তব্যে বলেছেন, মরণনেশা মাদক ও অনৈতিকতার বিষাক্ত ছোবল থেকে নবপ্রজন্মকে রক্ষায় মহানবী (সা.) এর শাশ্বত আদর্শের সৌরভ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ইসলামী শিক্ষাধারার প্রচার-প্রসারে একনিষ্ঠভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমানদের ঈমানি দায়িত্ব। দিনব্যাপী মাহফিলে তাকরির পেশ করেন আল্লামা মুফতি মুর্শেদ আলম চৌধুরী, আল্লামা হাসান জামিল, মাওলানা মোস্তফা নূরী, ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ জহির আহমদ, মাওলানা ইমাম জাফর আলম প্রমুখ। দ্বীনি মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা নাজির হোসাইন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসান, ধাউনখালী খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মো. মুসলিম। সিনিয়র শিক্ষক মাওলানা কাজী এরশাদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী ছৈয়দ আকবর, সেক্রেটারি মাওলানা মো. তৈয়ব, পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক। বার্ষিক মাহফিলে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে সদ্য হিফজ সমাপনকারী ১৩ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।
রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার: নিজস্ব সংবাদদাতা জানান, আনজুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের আয়োজনে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরশে নঈমী নক্শবন্দী মাহফিল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। নূরুল উলুম কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন রাহাতিয়া নঈমীয়া নকশবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। উদ্বোধক ছিলেন গাজী ইমাম শেরেবাংলা (রহ.)’র শাহাজাদা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন ভারতের আস্তানায়ে আলীয়া নঈমীয়া মুরাদাবাদের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ নিজাম উদ্দীন নঈমী মুরাদাবাদী। আলোচনায় অংশ নেন আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, ড. সৈয়্যদ এরশাদ আহমেদ আলবোখারী, সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, আল্লামা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বারাকাতী, মুফাচ্ছিরে কোরআন আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, ডা. ছানজার কাদেরী প্রমুখ।
সমিতিরহাটে সুন্নি সম্মেলন: ফটিকছড়ির নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার সমিতিরহাট ইউনিয়নে হাজী পাড়া এলাকাবাসীর উদ্যোগে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। মাওলানা লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ ইমন, এসএম শফিউল আজম, জহিরুল আলম টিটু, মাওলানা আহম্মদ উল্লাহ, ফোরকান খান আল-কাদেরী, আহমেদ এরশাদ প্রমুখ।
পটিয়া ইসলাম প্রচার সংস্থা: সংস্থার উদ্যোগে পটিয়া উপজেলা পরিষদ মাঠে ২৩ জানুয়ারি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে আল জামেয়া আল ইসলামীয়া পটিয়ার মহাপরিচালক শায়খুল হাদিস মাওলানা আবদুল হালিম বোখারী বলেছেন, দুনিয়ায় যে যত বড়ই ক্ষমতাশালী ও ধনবান হউক না কেন কাল হাসরের ময়দানে সবাইকে মহান আল্লাহর দরবারে পাই পাই করে জবাব দিতে হবে। বেলা তিনটা থেকে তিন পর্বে ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা মিজানুর রহমান, আল্লামা আমিনুল হক ও আল্লামা আবু তাহের নদভী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া পটিয়া, মাওলানা ফরিদ উদ্দিন আল বোবারক ফেনী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা হাফেজ হাসান জামিল ঢাকা, মাওলানা আকতার হোসেন আনোয়ারী পটিয়া, মাওলানা মুফতি রাফি বিন মুনির ঢাকা ও মাওলানা মুজাম্মেল হক। মাহফিল শেষে দুনিয়া আখিরাতের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ্ কাজীর বাড়ি: রাউজানের ঊনসত্তর পাড়া শাহাদুল্লাহ্ কাজীর বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সৈয়দ আবু মোস্তাক। উদ্বোধক ছিলেন মাওলানা কামাল উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ গোলামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী, চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, গাউসিয়া কমিটি পাহাড়তলী ইউনিট শাখার সভাপতি সৈয়দ ফজল আকবর, সহ-সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম। এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা সেকান্দর হোসেন। বিশেষ বক্তা ছিলেন মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী, রেজাউল কবির, মোহাম্মদ ফোরকান উদ্দিন। উপস্থিত ছিলেন মো. আবুল মনসুর চৌধুরী, সোলাইমান, অধ্যাপক গোফরান, রবিউল হোসেন সুমন, মেম্বার আমির হোসেন, বেলাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট