চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম-জাতীয় টেলিভিশন বিতর্ক বাওয়াকে হারিয়ে কুষ্টিয়া জেলা স্কুল চ্যাম্পিয়ন

২৬ জানুয়ারি, ২০২০ | ৪:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন জাতীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুষ্টিয়া জেলা স্কুল। ‘সকল পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব’ শীর্ষক এ বিতর্কে সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন বিতার্কিক ও টিভি ব্যক্তিত্ব ডা. আবদুর নুর তুষার, উপ-কমিশনার বিজয় বসাক ও বাসস’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার। প্রস্তাবনার পক্ষে ছিল বাওয়া স্কুল ও বিপক্ষে ছিল কুষ্টিয়া জেলা স্কুল। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন কুষ্টিয়া জেলা স্কুলের দলনেতা আবিদ মাহমুদ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. আবদুর নুর তুষার ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত ছিলেন বিটিভির উপ-মহাপরিচালক অনুপ কুমার খাস্তগীর। দর্শক উপস্থিতিতে ঢাকার বাইরে কোনো জেলায় এটাই প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয় গত বছরের ২৩ সেপ্টেম্বর। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে এবং একে দর্শকদের কাছাকাছি নিয়ে যেতে তথ্যমন্ত্রীর পরামর্শে এটি চট্টগ্রামে আয়োজন করা হয়। সারাদেশের মোট ৪৮টি স্কুল এতে অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট