চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাকলিয়া স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

২৬ জানুয়ারি, ২০২০ | ২:৫৮ পূর্বাহ্ণ

চান্দগাঁও থানাধীন বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২০ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে খতমে কোরান, দোয়া মাহফিল ও বিদায়ী ছাত্র/ছাত্রীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় খতমে কোরান, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১ টায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মুহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। সিনিয়র শিক্ষক বরুণ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ আনোয়ার হোসেন বাবুল, অভিভাবক সদস্য মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ নুরুল আমিন, বদরুন নেছা বেগম, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীন, মেঘনাদ চৌধুরী, মিসেস আকতার বেগম, মুহাম্মদ নিজাম উদ্দীন, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩ জন শিক্ষার্থী মোছাম্মৎ সাবেকুন্নাহার (মাহী), মুহাম্মদ আসিকুর রহমান (হাসান) এবং মো. মোস্তাফিজুর রহমানকে অধ্যাপক শামসুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক আলহাজ ডা. মহিনুর মর্তুজা আলম কর্তৃক ৫,০০০/- টাকা হারে শুভেচ্ছা উপহার প্রদান করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট