চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশন মোছাদ্দেকা খাতুন স্মৃতি বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৫ জানুয়ারি, ২০২০ | ৫:২৩ পূর্বাহ্ণ

রাউজান আর্যমৈত্রেয় ইনস্টিটিউশনে বিদ্যালয়ের সভাপতি শাহ আলম চৌধুরীর মরহুম পতœীর নামে চালু করা মোছাদ্দেকা খাতুন স্মৃতি বৃত্তির পুরস্কার বিতরণ করা হয়েছে ২৩ জানুয়ারি।

বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসএ’র ইন্টেল মাইক্রোসফ্ট লিমিটেডের প্রধান প্রকৌশলী মোস্তফা মো. রিয়াদ আরিফিন (রিমন)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেলিনা আকতার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ব্যাংকার মো. ইদ্রিছ, সুমন কল্যাণ বড়–য়া, শামীমা আকতার, উদয়ন বড়–য়া ও ফণী ভূষণ বড়–য়া। সহকারী প্রধান শিক্ষক মাধব রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সেলিম উদ্দিন, সুলেখা বড়–য়া, রাজেশ দেব, নারায়ন নাথ, মৃদুল নাথ, জামাল উদ্দিন, সবুজ ভট্টাচার্য্য, আবু তৈয়ব, সমীর বড়–য়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির তরফ থেকে আগামী এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেলে প্রতিজনকে ১০ হাজার টাকা এবং একইভাবে প্রতিজনকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রধান শিক্ষক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট