চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পল্লী বিদ্যুৎ সমিতি-২’র দপ্তরে ফজলে করিম

স্বচ্ছতা ও দক্ষতায় কাজ করতে হবে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৫ জানুয়ারি, ২০২০ | ৫:২১ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বিদ্যুৎসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও দক্ষতার মাধ্যমে কাজ করতে হবে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২’র রাউজান সদর দপ্তরে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনশেষে আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি ২৩ জানুয়ারি দুপুরে একথা বলেন। এমপি আরো বলেন, বিদ্যুৎ বিল বকেয়া হলে সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার, বৈদ্যুতিক সরঞ্জাম চুরিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুতের অপচয়রোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোল্লা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কাজী মো. ইকবাল, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সমিতি বোর্ডের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ২য় প্যানেল জমির উদ্দিন পারভেজ, সচিব তসলিম উদ্দিন, ওসি কেপায়েত উল্লাহ। বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক আবদুর রাজ্জাক, মহিলা পরিচালক শিখা রানী দে, নাজমা রহমান, কাউন্সিলর জানে আলম জনি, পল্লী বিদ্যুতের ডিজিএম (কারিগরী) প্রকৌশলী মো. শাহা আলম, এজিএম (এমএস) তওসিফ জামিল চৌধুরী, এজিএম (প্রশাসন) আ.ন.ম শোয়েব, এজিএম (ওএনএম) আদনান আহমদ চৌধুরী, এজিএম (ইএমসি) মেহেদী হাসান, এজিএম (অর্থ) তারেক হাসান মাসুদ, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সমাজসেবক জানে আলম জামাল, আহসান হাবিব চৌধুরী হাসান, মোহাম্মদ আসিফ, সাবের হোসেন, নাছির উদ্দিন, মো. বেলাল প্রমুখ। সভার আগে ফজলে করিম সমিতির কার্যালয়ের সামনে একটি ফলদ চারা রোপণ করেন। এছাড়া শিশুদের ডে কেয়ার এবং গ্রাহকদের ডিজিটাল মন্তব্য যন্ত্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সমিতির বিদ্যুৎসংশ্লিষ্ট একটি প্রতিবেদন তুলে দেন জিএম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট