চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঠেঁগরপুনি বৌদ্ধবিহারে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

২৫ জানুয়ারি, ২০২০ | ৫:১৭ পূর্বাহ্ণ

পটিয়ার ঠেঁগরপুনি শাক্যমুনি বৌদ্ধ বিহারে মুক্তিযোদ্ধা সবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জানুয়ারি। বিহার অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাসার স্থবিরের ‘মহাস্থবির’ বরণোৎসব উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে (বৃহস্পতিবার) মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়।
বরণোৎসব উদযাপন পরিষদের সভাপতি ড. সংঘপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন করল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন ডা. মৃদুল বড়–য়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সুমঙ্গল বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথেরো, ঠেগরপুনি বিহারের ভদন্ত সংঘবৌধি মহাথেরো, সমাজ সেবক প্রার্থ প্রতীম বড়–য়া। পিবলু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়দত্ত চৌধুরী, সংবর্ধিত মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, ভবেশ কান্তি বড়–য়া, বিকাশ বড়–য়া, বলরাম বড়–য়া চৌধুরী, প্রবার বড়–য়া, মিলন কান্তি বড়–য়া, সুনক্ত বড়–য়া, সমর কান্তি বড়–য়া, মৃণাল বড়–য়া, মৃদুল কান্তি বড়–য়া, সত্যপ্রিয় বড়–য়া, মিলন কান্তি বড়–য়া, তপন কান্তি বড়–য়া, দেবপ্রিয় বড়–য়া প্রমুখ। মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট