চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফিজিক্স অলিম্পিয়াডে ড. প্রদীপ দেব

জানা থেকে অজানার সন্ধানে ছুটে চলাই বিজ্ঞানের মূলমন্ত্র

২৫ জানুয়ারি, ২০২০ | ৫:১০ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক তত্ত্বাবধানে গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে ১০ম ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের অনুষ্ঠান। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানমালার প্রথম পর্বে ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হয় আয়োজক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে। চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ১২শ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে প্রতিযোগী এবং উপস্থিত অতিথিবৃন্দ এক বর্ণাঢ্য র‌্যালি সহকারে মূল অনুষ্ঠানস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজস্থ ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে উপস্থিত হলে প্রধান অতিথি বিশিষ্ট গবেষক অস্ট্রেলিয়ার দ্যা রয়েল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ড. প্রদীপ দেব অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞান জিজ্ঞাসার জবাব দেন।

প্রধান অতিথি বলেন, বিজ্ঞানের প্রধান কাজই হলো অজানার অনুসন্ধান। সুতরাং, বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দিতে পারবে একথা পুরোপুরি সত্য নয়। বরং জানা থেকে অজানার দিকে ধাবিত হওয়াই বিজ্ঞানের কাজ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম। প্রতিযোগিতায় এ, বি ও সি গ্রুপে প্রথম স্থান অধিকার করে যথাক্রমে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের দেবার্পণ দত্ত, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের লামিয়া তারান্নুম ও চট্টগ্রাম কলেজের এ.এম আহনাফ আনোয়ার নাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ম ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চট্টগ্রাম জোনের আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ব্যুরো চিফ বিশ্বজিৎ চৌধুরী, প্রফেসর ড. একেএম মাঈনুল হক মিয়াজী, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট