চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সহিংসতা এড়াতে ডবলমুরিং পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২১ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সহিংসতা এড়াতে নগরীর ডবলমুরিংয়ে সচেতনতামূলক মাইকিং করেছে থানা পুলিশ।

আজ বুধবার (২০ জানুয়ারি) ডবলমুরিং জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এই মাইকিং করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও তল্লাশি চালানো হয়।

এর আগে নির্বাচন সহিংসতায় ডবলমুরিং থানা ও বাকলিয়ায় ২ জন  নিহত হয়েছে। ডবলমুরিং থানার পাঠানটুলিতে আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার জেরে সেখানে এখনো চলছে দু’পক্ষের মধ্যে উত্তেজনা।

উত্তেজনা প্রশমন এবং সহিংসতা এড়াতে এ কর্মসূচির কথার জানা ডবলমুরিং থানায় সদ্য যোগদান করা অফিসার ইনজার্জ মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। তাই আজ সচেতনতামূলক মাইকিং করেছি। পাশাপাশি প্রার্থীদের সাথেও আলোচনা করে নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য আহ্বান জানিয়েছি।’

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় এ এলাকায় একজন মারা যায়। এই ঘটনার জেরে বদলি হন ডবলমুরিং থানার ওসি। নতুন ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ মহসীন। যোগদানের পরদিনই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিক। এসময় সহকারী কমিশনার শ্রীমা চাকমা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট