চট্টগ্রামের শস্যভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিল মূলত কর্ণফুলী নদীর বিধৌত উর্বর ভূমি। দেশের দ্বিতীয় বৃহত্তম ধানের গোলাখ্যাত গুমাইবিল উৎপাদন ও অর্থনীতির গতিপ্রবাহ আজ চট্টগ্রামকে করেছে সমৃদ্ধ। গুমাইবিলের উৎপাদিত মোট খাদ্যশস্য এলাকার চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্যচাহিদাও করছে সমৃদ্ধ। দেশের বৃহত্তম চলনবিলের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাঙ্গুনিয়ার এই গুমাইবিলের মোট আবাদি জমির পরিমাণ ২ হাজার ৪শ’ হেক্টর। কর্ণফুলী নদীবিধৌত উর্বর ভূমি যা এই বিলের পলিবাহিত জমি উর্বরতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ ফসল উৎপাদন করে আসলেও বিগত এক দশক ধরে গুমাইবিলে স্থাপনা নির্মাণের […]