ড. মাহবুবুল মোকাদ্দেম (এম এম আকাশ) আমরা এমন একটি শিল্প নিয়ে কথা বলছি যা আমাদের রপ্তানির প্রায় ৭৭ শতাংশ দখল করে রেখেছে। যদিও নিট রপ্তানি আয় হিসাব করলে (অর্থাৎ আমদানিকৃত কাঁচামালের অংশ বাদ দিলে) এটি হ্রাস পেয়ে দাঁড়াবে সবনিম্ন ৩০ শতাংশে। (যদি আমরা ধরে নেই যে মোট রপ্তানি মুল্যের ৭০ শতাংশ ব্যয়িত হয় আমদানিকৃত কাঁচামাল তথা কাপড় এবং অন্যান্য অনুষঙ্গ দ্রব্যাদি আমদানির জন্য) তবে আমাদের দেশে একসময় প্রায় ৮০ শতাংশই ছিল আমদানিকৃত ব্যয়। মাত্র ২০ শতাংশ মূল্য সংযোজন দিয়ে […]