খাদ্য কুকুরের লেজটাই নড়তে দেখা গেল প্রথমে। তারপর পিঠ, পুরো গা। প্লাস্টিকের ওয়ান টাইম বাটি। বাটিতে মুরগির পালক যুক্ত পাখনা। কুকুরটা গাপুস-গুপুস খাচ্ছে। যেন অনেকদিন অভুক্ত। কিন্তু শহরের কুকুরের এ রকম অভুক্ত থাকার কথা না। কুকুরের সামনে একটা কিশোর। তার সামনে পলিথিনে অনেক পাখনা। হয়ত কোনো হোটেল বা পথের পাশে পেয়েছে। সে একটার পর একটা দিচ্ছে। কুকুরটা অমনি গপ করে মুখে দিচ্ছে। গলায় আটকাবে কি আটকাবে না, দেখছে না। আশেপাশে বেশ কয়েকজন মানুষ। কারোর দিকে ওটার খেয়াল নেই। ওরা টোকাই। […]