শাবান অত্যন্ত মহিমান্বিত এবং বরকতের মাস। নবীজি বলেন, শাবান আমার এবং রমজান আল্লাহর মাস । শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে (মাগরিবের পর দিন শুরু) বলা হয় আমাদের পরিভাষায় শবে বরাত। হাদিসের পরিভাষায় শাবানের মধ্যরাত্রী, লাইলাতুল বরাত। বাংলা, উর্দু, ফার্সিতে আমরা শবে বরাত বলি। ‘শব’ অর্থ রাত্রি আর ‘বরাত’ অর্থ মুক্তি। আরবীতে লাইলাতুল বরাত। সহীহ হাদিসে আছে- শাবানের মধ্যরাতে আল্লাহপাক বান্দাকে বিশেষভাবে পুরস্কার দান করেন। সেটা কি? আল্লাহপাক নিজের পক্ষ থেকে বান্দাদের গুনাহ, বিভিন্ন নাফরমানি ক্ষমা করে দেন। ক্ষমার পুরস্কার […]