সাংবাদিক আতাউল হাকিমকে চেনেন না চট্টগ্রামে এমন মানুষ বিরল। তিনি আমার মামা । আমরা তাঁকে মেজোমামা ডাকতাম। তাঁর ডাক নাম ছিল রাজু। সম্ভবত: দেখতে রাজপুত্রের মতো সুন্দর ছিলেন বিধায় তার এই নাম দেয়া হয়েছিল। একবারে যখন ছোট ছিলাম, তিনি আমাকে ডেইজী না ডেকে ডাকতেন ‘জেঠী ’ বলে। আমাকে বলতেন জেঠী, আমার জেঠা কোথায়? আর আমার নাকি উত্তর ছিল ‘জেঠা ধান কাটতে গেছে। তখন আমি বুঝতাম না কেন তিনি আমায় এভাবে ডাকতেন, অনেক পরে বুঝেছি এটি ছিল তার সহজাত রসিকতার সম্বোধন। […]