বাংলাদেশের সব প্রতিবেশি দেশসহ বিশ্বের ১০৩টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার খবর উদ্বেগকর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর বলছে, করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণঘাতী হয়ে ওঠা এই ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬০০ জনে। অপরদিকে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬ হাজার ১৯৩ জন। বিশ^ব্যাপী মহাবিস্তারের কারণে চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন […]