ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে চট্টগ্রাম দেশের কোনো জেলার চেয়ে পিছিয়ে নেই। এখানে রয়েছে বৃটিশবিরোধী আন্দোলনের অনেক সাহসী পুরুষ। রয়েছেন পীর আউলিয়ার আগমনের ইতিহাস। তেমনি ইতিহাস এবং ঐতিহ্যের একটা অংশ জুড়ে আছে শহরতলী নামে খ্যাত কর্ণফুলীর কূল ঘেঁষে গড়ে ওঠা বোয়ালখালী উপজেলা। এ উপজেলায় রয়েছে বিভিন্ন ধর্মীয় স্থাপনা এবং নানা দর্শনীয় স্থান। এসব দর্শনীয় ও তীর্থ স্থান দেখতে প্রতিদিন ছুটে আসছে লোকজন। পর্যটনের অপার সম্ভাবনাময় এই উপজেলাটি উন্নয়নের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে। অধিকাংশ মানুষের অভিমত, একটি মাত্র ব্রিজের কারণে থমকে আছে বোয়ালখালীর […]