চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক হ

১০ মে, ২০১৯ | ২:৩০ পূর্বাহ্ণ

আজকের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেসাথে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১২-১৫ কি. বেগে বাতাস প্রবাহিত পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে। গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪.০ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্র ছিল ২৭.৫ ডিগ্রি সে.। আজকের

সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ৪টা ১১ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৪টা ৩৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ৩৬ মিনিটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট