চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশজুড়ে চলছে দাবদাহ চলবে তিন-চার দিন

নিজস্ব প্রতিবেদক

৮ মে, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ার এক দিনের মাথায় দাবদাহ শুরু হয়েছে। বুধবার দেশের আরও কয়েকটি স্থানে দাবদাহ শুরু হতে পারে, চলতে পারে তিন-চার দিন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়া সূত্র জানায়, ফণীর প্রভাব শেষ হয়ে যাওয়ার পর আবার গরম বাড়তে শুরু করেছে। তবে, বাতাস থাকার কারণে দেশের বেশিরভাগ জায়গাতেই গরম সেভাবে অনুভূত হচ্ছে না। এ সপ্তাহে গরমের তেজ আরও বাড়বে। চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি গরম অনুভূত হচ্ছে। চলতি মে মাসের জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি কালবৈশাখী এবং অন্যান্য স্থানে চার থেকে পাঁচটি বজ্রসহ ঝড়ের আশঙ্কা আছে। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুইটি এবং অন্যান্য স্থানে দুই থেকে তিনটি দাবদাহ হতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট