চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাতের তাপমাত্রা কমতে থাকবে

আবহাওয়া ডেস্ক

২১ নভেম্বর, ২০২০ | ১২:৪৬ অপরাহ্ণ

দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কমতে থাকবে রাতের তাপমাত্রা।

আজ শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে ।

এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া  দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। 

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট