চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাগরে নিম্নচাপ: চট্টগ্রামসহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

সাগরে নিম্নচাপ: চট্টগ্রামসহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক

১৩ অক্টোবর, ২০২০ | ৫:৪৫ অপরাহ্ণ

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে তা ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। সমুদ্র ও নদীবন্দরের সতর্ক সংকেত এ কারণে নামিয়ে ফেলতে বলা হলেও এর প্রভাবে আজ বাংলাদেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, নদীবন্দরে এলাকাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে গতকাল সোমবার (১২ অক্টোবর) সমুদ্রবন্দরে ও নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হলেও এখন তা নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট