চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দুদিন পর থেকে কমবে গরম

আবহাওয়া ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০২০ | ৮:১৮ অপরাহ্ণ

দুদিন পর থেকে গরম কমতে শুরু করবে।কয়েকদিনের গরমে অস্থির নগরবাসী। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তীব্র গরম ছিল। কিন্তু গায়ে গরমটা লাগছিল যেন আরও বেশি। গরমের সঙ্গে গুমোট একটা ভাব। বৃষ্টির দেখা তো নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ অবস্থা কয়েক দিনের মধ্যে কেটে যাবে। আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

তবে বৃষ্টিহীনতা সারা দেশে নয়, দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে বেশি। উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত নীলফামারীর ডিমলা উপজেলায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দক্ষিণাঞ্চলে কমবে সামান্য। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি বেশি হতে পারে উত্তরাঞ্চলে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টি কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট