চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সর্তকতা সংকেত

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২০ | ৪:১৬ অপরাহ্ণ

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়, রাজশাহী বিভাগের অনেক জায়গা, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশালের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট