চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতীকী ছবি

মে মাসের শুরুতেই ভারি বর্ষণ, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও

অনলাইন ডেস্ক

৩০ এপ্রিল, ২০২০ | ৫:২১ অপরাহ্ণ

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
লঘুচাপটি বৃহস্পতি থেকে শনিবারের মধ্যে যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং গতি বাড়িয়ে আন্দামান-নিকোবর এলাকা থেকে উত্তর পূর্ব দিকে ধাবিত হতে পারে, এমনই অভিমত পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়ার।। তিনি জানান, সেক্ষেত্রে ওই নিম্নচাপ ৩ অথবা ৪ মে নাগাদ মিয়ানমার উপকূলে চট্টগ্রাম ও কক্সবাজারের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে ৪ থেকে ৭ মে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি বর্ষণ হতে পারে। সে সময় উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার থাকবে। সম্ভাব্য ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমন আশঙ্কা থাকলেও তা বাংলাদেশের জন্য এখনই উদ্বেগের হবে না, জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।
পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট