চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এক কলার দাম প্রায় কোটি টাকা

অনলাইন ডেস্ক

৭ ডিসেম্বর, ২০১৯ | ৯:৩৮ অপরাহ্ণ

বইয়ের তাকে সারি সারি সাজানো রয়েছে বই। তার ঠিক উপরে দেয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। সেই কলা কিনা বিক্রি হল ৮৫ লাখ টাকায়! আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে দেয়ালের মধ্যে কলাটি রাখা হয়েছিল।

এই আর্টের পরিকল্পনা বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলান করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। জানা গেছে, এই আর্টের জন্য ব্যবহৃত কলাটি মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল। সূত্র : আনন্দবাজার।

মিয়ামিতে বিক্রি হলেও এই শিল্পকলার প্রথম প্রদর্শন হয়েছিল প্যারিসের পেরোটিন গ্যালারিতে। ওই গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, ‘এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোনও বস্তুর মূল্য কীভাবে নির্ধারণ করি এবং কোনগুলোকে মূল্যবান হিসেবে ধরি।’

সেই শিল্পকর্মই মিয়ামিতে বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ১ লাখ ৭৬ হাজার টাকা। আর ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ৮৫ লাখ রুপি।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট